শেষ পর্যন্ত উঠেই যাচ্ছে রেজিস্ট্রি পোস্ট। ডাক বিভাগ নির্দেশিকা জারি করে জানিয়েছে, আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে বন্ধ হয়ে যাচ্ছে চিঠি বা নথি পাঠানোর ১২৭ বছরে পুরনো এই পরিষেবা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ডাক বিভাগের কর্মদক্ষতা বাড়াতে, খরচ কমাতে এবং পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে রেজিস্ট্রি পোস্টকে স্পিড পোস্টের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। ফলে দ্রুত চিঠি বা নথি পাঠানোর পরিষেবা হিসেবে পরিচিত স্পিড পোস্টই শুধু করতে পারবেন গ্রাহক। এই নিয়ে সংশ্লিষ্ট সব বিভাগে বিশেষ নির্দেশিকাও গিয়েছে।
গত মে মাসে সকলের পরামর্শ চেয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরামর্শগুলি খতিয়ে দেখেই রেজিস্ট্রি পোস্ট বন্ধ করে সেই পরিষেবাকে স্পিড পোস্টের সঙ্গে মেশানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
যদিও এই সিদ্ধান্ত নিয়ে ডাক কর্মী এবং গ্রাহকদের একাংশ আপত্তি তুলেছে। তাঁদের মতে, একটি রেজিস্ট্রি পোস্টে ন্যূনতম ২২ টাকা লাগে। আর দুরত্ব অনুযায়ী স্পিড পোস্টে ন্যূনতম ৪০-৪১ টাকা। অর্থাৎ এর পর প্রত্যেককেই প্রায় দ্বিগুণ খরচ করতে হবে। তা ছাড়া, রেজিস্ট্রি পোস্ট সরাসরি প্রাপকের হাতে চিঠি বা নথি পৌঁছোয়। কিন্তু স্পিড পোস্টে বাড়ির যে কেউ তা গ্রহণ করতে পারবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)