Advertisement
২১ মে ২০২৪

পেটিএমের শেয়ার বেচল রিলায়্যান্স ক্যাপিটাল

ডিজিটাল লেনদেন সংস্থা পেটিএমের প্রায় ১ শতাংশ শেয়ার কিনতে অনিল অম্বানীর রিলায়্যান্স ক্যাপিটাল এক সময়ে ঢেলেছিল ১০ কোটি টাকা। এ বার সেই শেয়ারই বেচে আর্থিক পরিষেবা সংস্থাটি ঘরে তুলল ২৭৫ কোটি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ০৩:১৯
Share: Save:

ডিজিটাল লেনদেন সংস্থা পেটিএমের প্রায় ১ শতাংশ শেয়ার কিনতে অনিল অম্বানীর রিলায়্যান্স ক্যাপিটাল এক সময়ে ঢেলেছিল ১০ কোটি টাকা। এ বার সেই শেয়ারই বেচে আর্থিক পরিষেবা সংস্থাটি ঘরে তুলল ২৭৫ কোটি। পেটিএমের ওই অংশীদারি তাদের হাত থেকে কিনেছে চিনের ই-কমার্স সংস্থা আলিবাবা। যারা আবার ভারতের এই মোবাইল ওয়ালেটটির মূল সংস্থা ওয়ান-৯৭ কমিউনিকেশন্সের সব থেকে বড় অংশীদার।

তবে মোবাইল ওয়ালেটের শেয়ার বেচলেও রিলায়্যান্স ক্যাপ কিন্তু পেটিএম ই-কমার্সের শেয়ার নিজেদের হাতেই রেখেছে বলে খবর। ওই নেট বাজারের অংশীদারি তারা ওয়ান-৯৭ কমিউনিকেশন্সে লগ্নি করার সুবাদে বিনামূল্যে পেয়েছিল।

প্রসঙ্গত, ওয়ান-৯৭ কমিউনিকেশন্সের তিনটি ব্যবসা— পেটিএম ই-কমার্স, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক (পেমেন্টস ব্যাঙ্ক ও মোবাইল ওয়ালেট পরিষেবা) ও পেটিএম মোবাইল সলিউশন্স।

শেয়ার হস্তান্তর নিয়ে অবশ্য মুখ খুলতে রাজি হননি রিলায়্যান্স ক্যাপিটালের মুখপাত্র। যদিও মূল ব্যবসা নয় এমন সম্পদ বেচে দিয়ে যে তহবিল জোগাড় করার পরিকল্পনা করছে সংস্থা, সে কথা আগেই জানিয়েছিল তারা। রিলায়্যান্স ক্যাপিটালের শেয়ার বিক্রি নিয়ে মন্তব্য করতে চাননি পেটিএম মুখপাত্রও। এ নিয়ে নীরব থেকেছে আলিবাবাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paytm Reliance Capital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE