Advertisement
E-Paper

সংযুক্তিতে সায়

সব কিছু ঠিকঠাক চললে মাস খানেকের মধ্যে সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস-এর সঙ্গে গাঁটছড়ার ব্যাপারে আশাবাদী রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর কম)। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, এই সংযুক্তির বিষয়ে এ দিন সায় দিয়েছে বম্বে হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৬ ০২:৩৭

সব কিছু ঠিকঠাক চললে মাস খানেকের মধ্যে সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস-এর সঙ্গে গাঁটছড়ার ব্যাপারে আশাবাদী রিলায়্যান্স কমিউনিকেশন্স (আর কম)। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, এই সংযুক্তির বিষয়ে এ দিন সায় দিয়েছে বম্বে হাইকোর্ট। এর আগে সেবি, প্রতিযোগিতা কমিশন, রাজস্থান হাইকোর্ট সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেয়ে গিয়েছে সংস্থা। এ বার সমস্ত ছাড়পত্র-সহ তারা টেলিকম দফতরে কাছে ওই সংযুক্তির জন্য আর্জি জানাবে। অন্য দিকে, একই ভাবে সব ছাড়পত্র পেলে এয়ারসেল-এর সঙ্গে তাদের প্রস্তাবিত সংযুক্তির জন্য ৪-৬ মাস সময় লাগবে বলে সংস্থা সূত্রের খবর।

Reliance Communication Bombay HC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy