Advertisement
E-Paper

শহরে রিলায়্যান্স জিও-র ফোর-জি শীঘ্রই

পুজো নাগাদ কলকাতা-সহ বেশ কিছু বড় শহরে ফোর-জি পরিষেবা চালু করবে রিলায়্যান্স জিও ইনফোকম। সংস্থা সূত্রের খবর, বিভিন্ন সার্কেলে সেই পরিষেবার পরিকাঠামো পরীক্ষামূলক ভাবে এখন খতিয়ে দেখছে সংস্থা। মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও একমাত্র টেলিকম সংস্থা, যারা নিলামে ২০১০ সালে দেশের ২২টি সার্কেলেই ফোর-জি পরিষেবা দিতে জরুরি ‘ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস’ স্পেকট্রাম জিতেছিল। নিয়ম অনুযায়ী, এ বছরের মধ্যেই পরিষেবা অন্তত কিছুটা চালু করে দেওয়ার কথা তাদের। সেটা মাথায় রেখেই তারা জোরকদমে এগোচ্ছে বলে বার্ষিক রিপোর্টে জানিয়েছে সংস্থাটি। পরে অবশ্য সংস্থা বিভিন্ন সার্কেলে ১৮০০, ৮০০, ও ২৩০০ মেগাহার্ৎজ স্পেকট্রামও জিতেছে।

দেবপ্রিয় সেনগুপ্ত

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:৩৫

পুজো নাগাদ কলকাতা-সহ বেশ কিছু বড় শহরে ফোর-জি পরিষেবা চালু করবে রিলায়্যান্স জিও ইনফোকম। সংস্থা সূত্রের খবর, বিভিন্ন সার্কেলে সেই পরিষেবার পরিকাঠামো পরীক্ষামূলক ভাবে এখন খতিয়ে দেখছে সংস্থা।

মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও একমাত্র টেলিকম সংস্থা, যারা নিলামে ২০১০ সালে দেশের ২২টি সার্কেলেই ফোর-জি পরিষেবা দিতে জরুরি ‘ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাকসেস’ স্পেকট্রাম জিতেছিল। নিয়ম অনুযায়ী, এ বছরের মধ্যেই পরিষেবা অন্তত কিছুটা চালু করে দেওয়ার কথা তাদের। সেটা মাথায় রেখেই তারা জোরকদমে এগোচ্ছে বলে বার্ষিক রিপোর্টে জানিয়েছে সংস্থাটি। পরে অবশ্য সংস্থা বিভিন্ন সার্কেলে ১৮০০, ৮০০, ও ২৩০০ মেগাহার্ৎজ স্পেকট্রামও জিতেছে।

সংস্থা সূত্রে খবর, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে কলকাতা, মুম্বই, দিল্লি, নাগপুর, আমদাবাদের মতো শহরে ফোর-জি পরিষেবা চালুর পরিকল্পনা রিলায়্যান্স জিওর। সব মিলিয়ে এই খাতে সংস্থা লগ্নি করছে প্রায় ৫০০০ কোটি ডলার। তবে শুধু নেটই নয়, ফোর-জি’র আওতায় টেলিফোন পরিষেবাও মিলবে।

বস্তুত, ফোর-জি পরিষেবায় সাফল্য পেতে হলে স্পেকট্রামের সঙ্গে পরিকাঠামো ও উপযুক্ত মোবাইল ফোনের জোগান নিশ্চিত করাও জরুরি। সংস্থার দাবি, ওই দুই ক্ষেত্রেও কাজ অনেকটা এগিয়েছে। যেমন, ১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি টাওয়ার নির্মাণের জন্য বিভিন্ন টেলিকম টাওয়ার সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। পাশাপাশি, অপটিক্যাল ফাইবারের মাধ্যমেও দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা দেবে সংস্থাটি। এ জন্য চুক্তি হয়েছে রিলায়্যান্স কমিউনিকেশন্সের সঙ্গে।

গোড়ায় উপযুক্ত মোবাইল ফোনের অভাবে থ্রি-জি পরিষেবা কার্যত থমকে ছিল। পরে সস্তার স্মার্ট ফোনের দৌলতে তার বাজার তৈরি হয়। তাই ফোর-জির ক্ষেত্রে আটঘাট বেঁধেই নামতে চাইছে রিলায়্যান্স জিও। এই পরিষেবা দেওয়ার উপযুক্ত ফোন যাতে বাজারে সহজলভ্য হয়, সে জন্য বিভিন্ন ফোন সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে তারা।

এ দিকে, রিলায়্যান্স জিও ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু অংশে নিখরচায় ওয়াই-ফাই পরিষেবা এনেছে। স্মার্ট ফোনে পরিষেবাটি পাওয়ার ব্যবস্থা থাকলেই এই সুযোগ মিলবে। গ্রাহকদের একাংশের অবশ্য অভিযোগ, অনেক সময় নিরবচ্ছিন্ন ভাবে তা মিলছে না। যদিও সংস্থার দাবি, সুষ্ঠু ভাবেই ওয়াই-ফাই পরিষেবা দিচ্ছে তারা। যা ব্যবহার করে গ্রাহকেরা দিনে প্রায় ২,০০০ জিবি তথ্য নেট মারফত ডাউনলোড করছেন। শীঘ্রই শহরের বাকি অংশেও ধাপে ধাপে ওয়াই-ফাই চালু করে দেওয়া হবে বলে জানিয়েছে রিলায়্যান্স জিও।

debapriyo sengupta reliance infocom 4g service reliance 4g business site
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy