Advertisement
E-Paper

এ বার ৩ হাজার কোটির মানহানি-মামলা নুসলির

আইনি নোটিস আগেই পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার রতন টাটা, টাটা সন্স ও তার ডিরেক্টরদের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকার মানহানির মামলা করলেন শিল্পপতি নুসলি ওয়াদিয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৩

আইনি নোটিস আগেই পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার রতন টাটা, টাটা সন্স ও তার ডিরেক্টরদের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকার মানহানির মামলা করলেন শিল্পপতি নুসলি ওয়াদিয়া।

টাটা-মিস্ত্রি সংঘাতের আবহেই এ দিন বম্বে হাইকোর্টে ওই মামলা দায়ের করেন তিনি। মিস্ত্রি-পন্থী হিসেবে পরিচিত ওয়াদিয়ার বিরুদ্ধে এর আগে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ আনে টাটারা। সেই কারণে মিস্ত্রির সঙ্গে তাঁকেও বিভিন্ন সংস্থার পর্ষদ থেকে সরাতে উদ্যোগী তারা। ওয়াদিয়া আইনি নোটিস দিয়ে বলেছিলেন, অভিযোগ তুলে না-নিলে তিনি মানহানির মামলার পথেই হাঁটবেন। টাটা কেমিক্যালস, টাটা মোটরস, টাটা স্টিল, ইন্ডিয়ান হোটেলসে স্বাধীন ডিরেক্টর পদে রয়েছেন ওয়াদিয়া।

এ দিন বিদেশে, বিশেষ করে ব্রিটেনে টাটা কেমিক্যালসের লগ্নি নিয়েও প্রশ্ন তোলেন ওয়াদিয়া। ইতিমধ্যেই টাটা মোটরসে ন্যানো তৈরিতে জলের মতো অর্থব্যয় হওয়ায় প্রকল্প চালিয়ে যাওয়া নিয়ে রতন টাটার সঙ্গে তাঁর বিরোধ বেধেছিল বলে মন্তব্য করেছেন ওয়াদিয়া।

ওয়াদিয়ার দাবি, ব্রিটেনে লগ্নি খাতে টাটা কেমের বিপুল লোকসান হয়েছে। এ প্রসঙ্গে তিনি ২০০৫ সালে ৮০০ কোটি টাকায় ব্রুনার মন্ড গোষ্ঠীকে কেনার প্রসঙ্গ টানেন। ওয়াদিয়ার মতে, ১০ বছরে টাটা কেমের ঋণের অঙ্ক বেড়ে হয়েছে ৮৬৯৫ কোটি টাকা।

এ দিকে, টাটা মোটরস এমপ্লয়িজ ইউনিয়ন, পুণে এক বিবৃতিতে দাবি করেছে, রতন টাটা তাঁদের বৈঠকে ডেকেছিলেন বলে কিছু সংবাদপত্র জানালেও, তা ঠিক নয়। ইউনিয়নই মূলত টাটার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিতে বৈঠকের সময় চেয়েছিল। উৎপাদনশীলতা ভিত্তিক বেতন চুক্তি নিয়েও তাঁর সঙ্গে কথা হয়নি।

Nusli Wadia Tata Sons defamation case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy