আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) এবং বিশ্ব ব্যাঙ্ক আন্তর্জাতিক দুনিয়ায় অস্থিরতার কারণে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছেঁটেছিল। তা নামিয়ে এনেছিল যথাক্রমে ৬.২% এবং ৬.৩ শতাংশে। যদিও রিজ়ার্ভ ব্যাঙ্কের অনুমান ৬.৫% হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এস মহেন্দ্র দেব-ও ভরসা দিলেন দেশীয় অর্থনীতির অগ্রগতি নিয়ে। তাঁর বার্তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং শুল্ক জটিলতার জেরে বাণিজ্য নীতি সংক্রান্ত অনিশ্চয়তা ঘিরে ধরলেও চলতি অর্থবর্ষে এ দেশের জিডিপি ৬.৫% হারে বাড়বে বলেই আশা করা হচ্ছে।
অর্থনীতিবিদ মহেন্দ্র দেব-এর মতে, নিয়ন্ত্রণে থাকা মূল্যবৃদ্ধি, কমতে থাকা সুদের হার, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমা এবং ভাল বর্ষার প্রভাবে ভর করেই আর্থিক বৃদ্ধির লক্ষ্য পূরণ করা সম্ভব হবে। বাড়তি জ্বালানি জোগাবে কেন্দ্রের মূলধনী খরচ বৃদ্ধি, বাজারের চাহিদা এবং রাজকোষ ঘাটতি সামলানোর প্রক্রিয়া। বিশেষত ভারতীয় অর্থনীতির ভিত যেহেতু মজবুত এবং তা এখনও বিশ্বের বড় দেশগুলির মধ্যে দ্রুততম বৃদ্ধির অর্থনীতি। এমনকি আগামী দিনে শুল্ক বৃদ্ধির আশঙ্কা কমলে ভারতীয় শিল্প মহলের সামনে লগ্নির সুযোগ খুলবে বলেও মনে করেন তিনি।
তবে একই সঙ্গে সাবধানও করেছেন দেব। তাঁর মতে, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং শুল্ক সংক্রান্ত সমস্যা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কারণ, এগুলি আগামী দিনে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার ঝুঁকি বহাল রাখছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)