ব্যাটারি সমস্যার জন্যই আগুন লেগেছে গ্যালাক্সি নোট-৭ ফোনে। স্যামসাঙের নিজস্ব এবং আলাদা সংস্থাকে দিয়ে করানো তদন্তে ধরা পড়েছে এই তথ্য। সোমবার তদন্তের শেষে এই কথা জানিয়েছে দক্ষিণ কোরীয় সংস্থাটি। এ জন্য ক্ষমাও চেয়েছে তারা।
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে প্রথম আত্মপ্রকাশ করেছিল স্যামসাঙের গ্যালাক্সি নোট-৭। অ্যাপলের আই ফোনের সঙ্গে পাল্লা দিতে এই দামি ফোনটিকেই বাজি ধরেছিল সংস্থা। কিন্তু বাজারে আসার পরেই ফোনে আগুন লাগার ঘটনা ঘটতে শুরু করে। এর জেরে ফোনগুলি ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে স্যামসাং। আর শেষ পর্যন্ত সেটি বিক্রি বন্ধের কথা জানায় তারা।
এ দিকে নোট-৭ নিয়ে সমস্যার জেরে স্যামসাঙের পরের দামি ফোন গ্যালাক্সি এস-৮ বাজারে আসার সময়ও পিছোতে পারে সংস্থা। আগামী মাসে তা আসার কথা থাকলেও, সব কিছু ভাল ভাবে পরীক্ষার পরেই তা বাজারে ছাড়তে চায় স্যামসাং।