প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য অর্থনীতিবিদ সঞ্জীব সান্যালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করতে চেয়ে দেশের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানিকে চিঠি দিলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী রোহিত পাণ্ডে এবং উজ্জ্বল গৌর। প্রথম জন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক এবং দ্বিতীয় জন ওই সংগঠনের সদস্য। অভিযোগ, সঞ্জীব মন্তব্য করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ‘বিকশিত ভারত’ গঠনের স্বপ্ন দেখছেন, তাতে বৃহত্তম বাধা দেশের বিচার ব্যবস্থা।
সম্প্রতি দিল্লিতে এক কর্মসূচিতে বিচার বিভাগ সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছিলেন অর্থনীতিবিদ। সূত্রের খবর, তাতে বিভিন্ন আদালতে বছরে তিন মাসের বিরতি-সহ বিভিন্ন বিষয় ছিল। অ্যাটর্নি জেনারেলকে আইনজীবী পাণ্ডে যে চিঠি লিখেছেন তাতে বলা হয়েছে, ‘‘বিচার বিভাগের সাংবিধানিক ভূমিকা এবং আইনজীবীদের পেশাগত দায়িত্ব সম্পর্কে তাঁর (সঞ্জীব) উপলব্ধি সীমিত। দেশের জনগণ শেষ যে সমস্ত প্রতিষ্ঠানের উপরে আস্থা রেখেছেন, তার অন্যতম একটিকে দুর্বল করতে পারে এই প্রবণতা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)