এ বার সেভিংস অ্যাকাউন্ট এবং খুচরো মেয়াদি আমানতে সুদের হার হ্রাস করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেখানে বলা হয়েছে, তিন কোটি টাকা পর্যন্ত খুচরো মেয়াদি আমানতে ২৫ বেসিস পয়েন্ট কমবে সুদ। এ ছাড়া সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২.৫ শতাংশে নেমে গিয়েছে, যা সর্বনিম্ন। রবিবার, ১৫ জুন থেকে নতুন সুদের হার কার্যকর করেছে এসবিআই কর্তৃপক্ষ।
চলতি বছরের ৬ জুন রেপো রেট হ্রাস করে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব আরবিআই। আর্থিক বিশ্লেষকদের দাবি, এর প্রভাবেই খুচরো মেয়াদি আমানত এবং সেভিংসের সঞ্চয়ের উপর সুদ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। নতুন এবং পুনর্নবীকরণযোগ্য আমানত – উভয় ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। মুনাফার অঙ্ক ঠিক রাখতে অভিন্ন সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছে এসবিআই।
আরও পড়ুন:
বর্তমানে স্টেট ব্যাঙ্কের দেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ লক্ষ কোটি টাকা। এই ঋণগুলির ৪৫ শতাংশই রেপো রেটের সঙ্গে সম্পর্ক যুক্ত। রেপো রেট হ্রাস পাওয়ায় কমবে সংশ্লিষ্ট ঋণগুলির মাসিক কিস্তি। ফলে এসবিআইয়ের লাভের অঙ্ক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে সেভিংস এবং খুচরো মেয়াদি আমানতে সুদ কমাল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। উল্লেখ্য, ৮.৩ লক্ষ কোটি টাকার গৃহঋণ এবং ১.২ লক্ষ কোটি টাকার গাড়ির ঋণ গ্রাহকদের মধ্যে বিলি করে রেখেছে স্টেট ব্যাঙ্ক।
সম্প্রতি গৃহঋণের নতুন সুদের হার প্রকাশ করে এসবিআই। বর্তমানে সেটি সর্বোচ্চ ৭.৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। তবে আবেদনকারীর সিবিল স্কোরের উপর এই হার নির্ভর করবে। অন্যদিকে স্টেট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত অর্থের পরিমাণ ২৩ লক্ষ কোটি টাকা বলে জানা গিয়েছে। এতে সুদের হার হ্রাস করায় সংশ্লিষ্ট ব্যাঙ্কটির বছরে সাশ্রয় হবে ৫,৭৫০ কোটি টাকা।