বিশ্ব অর্থনীতি অনিশ্চিত বহু দিন ধরেই। বিশেষজ্ঞদের মতে, সেই অনিশ্চয়তা বহু গুণ বাড়িয়ে দিচ্ছে ইরান-ইজ়রায়েলের সংঘাত। গোটা বিশ্বের বাণিজ্যকে আঘাত করছে। বাদ যাচ্ছে না ভারতও। রফতানিকারীদের আশঙ্কা, এর জেরে জলপথ এবং আকাশপথে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাবে। একাংশের মতে, ইউরোপ এবং রাশিয়ার মতো দেশে রফতানিতে প্রভাব পড়তে পারে। সংঘাত দীর্ঘ মেয়াদে চলতে থাকলে, হরমুজ প্রণালী বা লোহিত সাগরের মতো পথ দিয়ে বাণিজ্য ব্যাহত হতে পারে।
রফতানিকারীদের সংগঠন ফিয়ো-সহ সকলেরই দাবি, সংঘাত সপ্তাহ খানেক চললেই বিশ্ব বাণিজ্য কঠিন সমস্যায় পড়বে। ধাক্কা খাবে ভারতও। কারণ, ইরান এবং ইজ়রায়েল, দু’পক্ষই এ দেশের বাণিজ্য সহযোগী। খরচ বাড়তে শুরু করেছে। মাত্রা ছাড়ানোর আগে শান্তি ফেরানো জরুরি।
জিটিআরআই-এর বক্তব্য
এই যুদ্ধের জেরে ভারতের উপর আর্থিক ধাক্কার ঝুঁকি ক্রমশ বাড়ছে। অনিশ্চয়তার মুখে মূলত জ্বালানি সুরক্ষা এবং বাণিজ্য।
কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সংযোগ ঘিরে তৈরি হয়েছে সঙ্কট।
গত অর্থবর্ষে ভারত ১২৪ কোটি ডলারের পণ্য রফতানি করেছিল ইরানে এবং আমদানির অঙ্ক ছিল ৪৪.১৯ কোটি ডলার। ইজ়রায়েলের সঙ্গে তা আরও বেশি। রফতানি এবং আমদানির অঙ্ক যথাক্রমে ২১৫ কোটি এবং ১৬১ কোটি ডলার।
ইজ়রায়েলের আক্রমণের পরে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান, সেখান দিয়েই ভারতে আসে প্রয়োজনের (৮০ শতাংশই আমদানি করতে হয়) দুই তৃতীয়াংশ জ্বালানি।
মাত্র ২১ মাইল চওড়া এই প্রণালী আটকে গেলে বিরাট সমস্যায় পড়বে এ দেশ। জাহাজে আমদানির খরচ এবং বিমার প্রিমিয়াম বেড়ে যাবে। ফলে বাড়বে তেলের দাম।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)