Advertisement
E-Paper

মুনাফা কমলেও মিলবে লভ্যাংশ, অক্ষয়তৃতীয়ার পরই লগ্নিকারীদের মেগা উপহার দিল এসবিআই

অক্ষয়তৃতীয়ার পর শেয়ারে লগ্নিকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পাশাপাশি বাজার থেকে টাকা তুলতে এফপিও আনার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির পরিচালন পর্ষদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ১৭:৫০
Representative Picture

—প্রতীকী ছবি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের শেয়ারে লগ্নিকারীদের জন্য সুখবর। মুনাফার অঙ্ক কমলেও লভ্যাংশ ঘোষণা করল দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান। ফলে এই বাবদ স্টক প্রতি প্রায় ১৬ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা। পাশাপাশি, ফলোঅন পাবলিক অফার বা এফপিও আনার অনুমোদন দিয়েছে এসবিআইয়ের পরিচালন পর্ষদ। এর মাধ্যমে এক বা একাধিক ধাপে ২৫ হাজার কোটি টাকা বাজার থেকে তোলার পরিকল্পনা রয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের।

শনিবার, ৩ মে গত আর্থিক বছরের (পড়ুন ২০২৪-’২৫) চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি থেকে মার্চ) ফলাফল ঘোষণা করে এসবিআই কর্তৃপক্ষ। এই তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির নিট মুনাফা কমেছে ১০ শতাংশ। ফলে সেটি ১৮ হাজার ৬৪৩ কোটি টাকায় নেমে এসেছে। গত বছরের প্রথম তিন মাসে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্কটির নিট মুনাফা ছিল ২০ হাজার ৬৯৮ কোটি টাকা।

তবে ২০২৪-’২৫ আর্থিক বছরের শেষ প্রান্তিকে স্টেট ব্যাঙ্কের মোট আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৮৭৬ কোটি টাকা। গত বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই অঙ্ক ১ লক্ষ ২৮ হাজার ৪১২ কোটি টাকায় দাঁড়িয়েছিল। চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করেছে এসবিআইয়ের পরিচালন পর্ষদ। এই বাবদ স্টক প্রতি ১৫.৯০ টাকা করে পাবেন লগ্নিকারীরা।

চলতি আর্থিক বছরে যোগ্য প্রতিষ্ঠানিক নিয়োগের (কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট) মাধ্যমে এফপিও এনে বাজার থেকে টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এতে মোট কত পরিমাণ শেয়ার ছাড়া হবে এবং লটের আকার কেমন হবে, তা অবশ্য এখনও জানা যায়নি।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত অর্থবর্ষের (পড়ুন ২০২৪-’২৫) চতুর্থ ত্রৈমাসিকে সুদবাবদ ১ লক্ষ ১৯ হাজার ৬৬৬ কোটি টাকা আয় করেছে স্টেট ব্যাঙ্ক। ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই খাতে এসবিআইয়ের আয়ের পরিমাণ ছিল ১ লক্ষ ১১ হাজার ৪৩ কোটি টাকা। অর্থাৎ, দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির সুদবাবদ বেড়েছে আয়।

পাশাপাশি, অনুৎপাদক সম্পত্তির (নন পারফরমিং অ্যাসেট্স বা এনপিএ) পরিমাণ কমাতে সক্ষম হয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২০২৪-’২৫ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ১.৮২ শতাংশ কমেছে এনপিএর সূচক। গত বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এতে ২.২৪ শতাংশের পতন দেখা গিয়েছিল। ফলে ব্যাঙ্কটির নিট এনপিএ ০.৫৭ শতাংশ থেকে কমে ০.৪৭ শতাংশ চলে এসেছে।

State Bank of India SBI Stock Price SBI Dividend Stock Dividend
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy