জিএসটি-র হার সংশোধন হলে ওই খাতে পশ্চিমবঙ্গের রাজস্ব আদায় বাড়বে ৩১,১৫৪ কোটি টাকা— জিএসটি সংক্রান্ত গবেষণা রিপোর্টে দাবি করল স্টেট ব্যাঙ্ক। যদিও সম্প্রতি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আশঙ্কা প্রকাশ করে বলেছিল, কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী সংশোধিত হার চালু হলে বছরে রাজ্যের আয় কমবে ১০,০০০ কোটি টাকা।
রিপোর্ট অনুযায়ী, জিএসটির হার বদলালে পশ্চিমবঙ্গে চলতি অর্থবর্ষে জিএসটি খাতে আয় বেড়ে হবে ৭২,২৭২ কোটি টাকা। রাজ্য সরকার দাবি করেছিল, এ বছর এই খাতে ৪৯,৭৭২ কোটি টাকা আয়ের আশা থাকলেও, করের হার নামলেই তা পাঁচ ভাগের এক ভাগ কমে যাবে। বছরে লোকসান হবে ১০,০০০ কোটি। স্টেট ব্যাঙ্কের দাবি, সংশোধিত কর প্রথমে রাজস্ব আয় ৩-৪ শতাংশ কমালেও, পরে স্থায়ী ভাবে তা বেড়ে যায় ৫-৬ শতাংশ। সে ক্ষেত্রে সংশোধনের পরে এই অর্থবর্ষে জিএসটি খাতে সব থেকে বেশি আয় বাড়বে উত্তরপ্রদেশের (বৃদ্ধি ৭৪,২৮৭ কোটি টাকা)। দ্বিতীয় হবে বিহার (৪১,৬৫১ কোটি টাকা), তৃতীয় মধ্যপ্রদেশ (৩২,৫০৮ কোটি)। চতুর্থ বাংলা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, করের বোঝা কমানোর পাশাপাশি সংশোধনের লক্ষ্য ব্যবসার পরিবেশ সহজ করাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)