Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Schneider Electric

শ্নাইডারের ১৪০ কোটি লগ্নি রাজ্যে

বৃহস্পতিবার হুগলির ডানকুনির অদূরে প্রস্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রস্তাবিত কারখানাটির শিলান্যাস করে শ্নাইডার। জানায় ভারতে তাদের উপস্থিতি আরও বাড়ানোর পরিকল্পনার কথা।

A Photograph of Schneider Electric

বৈদ্যুতিক যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করছে এ ক্ষেত্রের অন্যতম অগ্রণী বহুজাতিক সংস্থা শ্নাইডার ইলেকট্রিক। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ০৭:৫১
Share: Save:

বৈদ্যুতিক যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করছে এ ক্ষেত্রের অন্যতম অগ্রণী বহুজাতিক সংস্থা শ্নাইডার ইলেকট্রিক। রাজ্যে একটি কারখানা গড়তে ১৪০ কোটি টাকা লগ্নি করছে তারা। শুধু দেশে নয়, এই কারখানায় তৈরি পণ্য রফতানি বাজারেও জোগান দেওয়ার পরিকল্পনা করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার হুগলির ডানকুনির অদূরে প্রস্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রস্তাবিত কারখানাটির শিলান্যাস করে শ্নাইডার। জানায় ভারতে তাদের উপস্থিতি আরও বাড়ানোর পরিকল্পনার কথা। তাদের বক্তব্য, নয় একর জায়গায় কারখানাটি তৈরি করা হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হতে পারে। উৎপাদন শুরু হবে ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে। শ্নাইডার ইলেকট্রিকের জ়োন প্রেসিডেন্ট (গ্রেটার ইন্ডিয়া) দীপক শর্মা বলেন, ‘‘সংস্থার কাছে দিনটি গুরুত্বপূর্ণ। বিশ্ব মানের এই কারখানাটি গড়তে আমরা ১৪০ কোটি টাকা বিনিয়োগ করছি। এতে রাজ্যে কাজ যেমন বাড়বে, তেমনই হবে আর্থিক উন্নতি।’’ সংস্থার অন্যতম শীর্ষ কর্তা নিতিন বক্সী জানান, কারখানাটি পূর্ণ উৎপাদন ক্ষমতায় পৌঁছলে দেশের বাজারের পাশাপাশি সেখানে তৈরি পণ্যের অর্ধেক রফতানি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Investment dankuni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE