বাজার নিয়ন্ত্রক সেবির তরফে বেশ কিছু লগ্নিকারী ও সাধারণ মানুষের কাছে নোটিস, চিঠি ইত্যাদি পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। নথি যে সত্যি, তা প্রমাণকরতে ব্যবহার করা হচ্ছে সেবির ‘লোগো’, ‘লেটারহেড’ বা সিলমোহর।অভিযোগ উঠেছে, সেখানে সংশ্লিষ্ট কর্তা নানা বিষয়ে কারণ দর্শাতে বলছেন, হুমকি দিচ্ছেন, এমনকি টাকাও চাইছেন। সমাজমাধ্যমকেও এ জন্য বেছে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে একাধিক অভিযোগ জমা পড়েছে সেবির কাছে। তাই লগ্নিকারীদের এ বার সতর্ক করল তারা। দাবি করল, কিছু অসাধু ব্যক্তি সেবির নাম করে ভুয়ো নোটিস, চিঠি পাঠাচ্ছে। নথির সত্যতা যাচাইয়ের জন্য সেবির সাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সেবি জানিয়েছে, তাদের জারি করা সব রকম চিঠি, নোটিস, শোকজ় নোটিস, সমন ইত্যাদি তাদের সাইটে থাকে। সব নথিতেই বিশেষ নম্বর উল্লেখ করা থাকে। তাই কেউ ওই ধরনের নথি পেলে তিনি যেন অবশ্যই সেবির ওয়েবসাইটের (www.sebi.gov.in) মাধ্যমে তা যাচাই করে নেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)