Advertisement
০১ মে ২০২৪

ব্যাঙ্কের ডলার বেচার জেরে বাড়ল টাকার দাম

আগের দিন চলতি বছরের সব থেকে নীচে নেমে আসার পরে মঙ্গলবার বেশ কিছুটা বাড়ল টাকার দাম। এ দিন ডলারের সাপেক্ষে তা ১১ পয়সা বেড়ে যায়। ফলে বিদেশি মু্দ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৮.৬৫ টাকা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ০১:৫৯
Share: Save:

আগের দিন চলতি বছরের সব থেকে নীচে নেমে আসার পরে মঙ্গলবার বেশ কিছুটা বাড়ল টাকার দাম। এ দিন ডলারের সাপেক্ষে তা ১১ পয়সা বেড়ে যায়। ফলে বিদেশি মু্দ্রার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৮.৬৫ টাকা।

বাজার সূ্ত্রের খবর, টাকার দামের পতন রুখতে সরাসরি হস্তক্ষেপ না-করলেও ব্যাঙ্কগুলিকে এ দিন ডলার বেচার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। বাজার বিশেষজ্ঞদের দাবি, সেই নির্দেশ মেনে ব্যাঙ্কগুলি ডলার বিক্রি করতে থাকায় মার্কিন মুদ্রাটির জোগান বেড়ে যায়। ডলার বিক্রি করে রফতানীিকারীরাও। ফলে উঠতে থাকে টাকা।

ডলারের পাশাপাশি উঠেছে শেয়ার বাজারও। যদিও উত্থানের অঙ্ক তেমন বেশি কিছু নয়। এ দিন সেনসেক্স বেড়েছে ৪৩.৮৪ পয়েন্ট এবং নিফ্‌টি ১৫.২৫ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে ওই দুই সূচক দাঁড়ায় যথাক্রমে ২৬,৩৯৪.০১ এবং ৮,১৪২.১৫ অঙ্কে।

বিশেষজ্ঞেরা বলছেন, মূলত পড়তি বাজারে শেয়ার কেনার হিড়িকই সূচককে উপরে তুলেছে। লেনদেন শুরুর দিকে তা অনেক বেশি উপরে উঠে গিয়েছিল। পরে মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য লগ্নিকারীরা শেয়ার বিক্রি করতে থাকলে নেমে আসে সূচকের পারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RBI Dollar Currency
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE