Advertisement
০৭ মে ২০২৪

ঋণনীতির আগে নামল সেনসেক্স

মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাবে কি না, এই দোলাচলে সোমবার শেয়ার ধরে রাখতে সাহস পেলেন না বহু লগ্নিকারী। তার উপর উদ্বেগ বাড়িয়েছে অগস্টে চিনের বড় মাপের বিভিন্ন সংস্থার মুনাফা কমে চার বছরের তলানিতে নামা।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:২৫
Share: Save:

মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাবে কি না, এই দোলাচলে সোমবার শেয়ার ধরে রাখতে সাহস পেলেন না বহু লগ্নিকারী। তার উপর উদ্বেগ বাড়িয়েছে অগস্টে চিনের বড় মাপের বিভিন্ন সংস্থার মুনাফা কমে চার বছরের তলানিতে নামা। অথচ খরচ বেড়েছে তাদের। যা সে দেশের চরম আর্থিক দুর্বলতারই ইঙ্গিত। আর এ সবের জেরেই এ দিন ২৪৭ পয়েন্ট খোয়াল সেনসেক্স। দাঁড়াল ২৫,৬১৬.৮৪ অঙ্কে।

শিল্পমহল অবশ্য মনে করছে, এ বার ঋণনীতি পর্যালোচনা করতে বসে অন্তত ২৫ বেসিস পয়েন্ট সুদ ছাঁটাইয়েরই সিদ্ধান্ত নেবেন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন। কারণ, দেশে মূল্যবৃদ্ধির হার যেমন অনেকটা নীচে, তেমনই এপ্রিল-জুন ত্রৈমাসিকে বৃদ্ধির হার প্রত্যাশা পূরণ করেনি। ফলে অর্থনীতির স্বাস্থ্য ফেরানোর যুক্তিতে কেন্দ্র ও শিল্পমহল, দু’পক্ষেরই সুদ কমানোর চাপ রয়েছে রাজনের উপর। আর শেষ পর্যন্ত তা যদি সত্যি হয় তবে গত চার বছরের সবচেয়ে নীচে নেমে রেপো রেট (যে-হারে রিজার্ভ ব্যাঙ্কের থেকে স্বল্প মেয়াদে ঋণ নেয় বাণিজ্যিক ব্যাঙ্কগুলি) দাঁড়াবে ৭ শতাংশে।

তবে অনেকের মতে, এ বার মূল্যবৃদ্ধি বাড়ার সম্ভাবনা নিয়ে ফের সতর্ক করে দিতে পারেন রাজন। কারণ, দেশের নানা অংশে কম বৃষ্টির জেরে খাদ্যপণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তার উপর রিজার্ভ ব্যাঙ্ক মনে করছে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক এ বছরের শেষে সুদ বাড়ানোর ইঙ্গিত জিইয়ে রাখায় অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির মতো ভারতেও ফের সূচক ও টাকার দরে চাপ বাড়তে পারে। সঙ্গে চিন নিয়ে দুশ্চিন্তা তো আছেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE