Advertisement
০৪ মে ২০২৪

বিশ্ব বাজারের ধাক্কায় সেনসেক্স পড়ল ৩৭৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আবহাওয়া আরও তেতে ওঠার আশঙ্কাকেই প্রধান ‘আসামী’ হিসেবে কাঠগড়ায় দাঁড় করাল সোমবারের শেয়ার বাজার। যে-বাজারে সেনসেক্স এক ধাক্কায় নেমেছে প্রায় ৩৭৪ পয়েন্ট। নিফ‌্‌টি গোত্তা খেয়েছে ১০৯। দাঁড়িয়েছে যথাক্রমে ২৮,২৯৪.২৮ ও ৮,৭২৩.০৫ অঙ্কে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৯
Share: Save:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আবহাওয়া আরও তেতে ওঠার আশঙ্কাকেই প্রধান ‘আসামী’ হিসেবে কাঠগড়ায় দাঁড় করাল সোমবারের শেয়ার বাজার। যে-বাজারে সেনসেক্স এক ধাক্কায় নেমেছে প্রায় ৩৭৪ পয়েন্ট। নিফ‌্‌টি গোত্তা খেয়েছে ১০৯। দাঁড়িয়েছে যথাক্রমে ২৮,২৯৪.২৮ ও ৮,৭২৩.০৫ অঙ্কে।

বিশেষজ্ঞেরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকার দুই যুযুধান পদপ্রার্থী, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনের এ দিন মুখোমুখি বিতর্কে বসার আগে দিনভর শেয়ার বেচে ঝুঁকি এড়াতে চেয়েছেন সারা বিশ্বের বহু লগ্নিকারী। সকলেরই আশঙ্কা যে, তাঁদের প্রকাশ্য বাদানুবাদ মার্কিন রাজনীতিতে তরজার পারদ বহুগুণ চড়াবে। তাই প্রায় সব দেশের শেয়ার বাজার হুড়মুড়িয়ে পড়েছে এ দিন। তার ঢেউ আছড়ে পড়েছে ভারতেও।

বিশ্ব বাজার ও তার সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় সূচকগুলির পতনের কারণ হিসেবে অবশ্য স্পষ্ট অশোধিত তেলের ভূমিকাও। এ সপ্তাহেই আলজিরিয়ায় বৈঠকে বসছে তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেক। বাড়তি জোগানের জেরে তেলের দাম পড়া আটকাতে এ বার অন্তত তারা উৎপাদন বেঁধে দেয় কি না, সেই অপেক্ষায় লগ্নিকারীরা। সোমবার ইরান অবশ্য এ রকম চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছে।

অক্টোবরের ঋণনীতি নিয়ে দুশ্চিন্তাও সূচকের পতনে ইন্ধন জুগিয়েছে। শিল্পে লগ্নি বাড়িয়ে বৃদ্ধির চাকায় গতি ফেরাতে সুদ আর এক দফা কমা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সে কারণেই ৪ অক্টোবরের ঋণনীতি যত এগিয়ে আসছে, সুদ কমানো নিয়ে দোলাচলে থাকা লগ্নিকারীরা তত ঝুঁকি এড়াতে শেয়ার বেচার পথ ধরছেন বলে মত সংশ্লিষ্ট মহলের। সব মিলিয়ে লগ্নিকারীরা ভুগছেন অনিশ্চয়তাতেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE