Advertisement
০২ মে ২০২৪

বিশ্ব বাজারের হাত ধরে বাড়ল সূচক

রিজার্ভ ব্যাঙ্ক ঋণনীতিতে সুদ না-কমানোয় বুধবারই পড়েছিল শেয়ার বাজার। আর ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক ত্রাণ প্রকল্প চালিয়ে যাবে, এই আশায় বৃহস্পতিবার সেনসেক্স ৪৫৭ অঙ্ক বেড়ে দিনের শেষে থামল ২৬,৬৯৪.২৮ পয়েন্টে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ০৩:২৭
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্ক ঋণনীতিতে সুদ না-কমানোয় বুধবারই পড়েছিল শেয়ার বাজার। আর ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্ক ত্রাণ প্রকল্প চালিয়ে যাবে, এই আশায় বৃহস্পতিবার সেনসেক্স ৪৫৭ অঙ্ক বেড়ে দিনের শেষে থামল ২৬,৬৯৪.২৮ পয়েন্টে। নিফ্‌টিও ১৪৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৮,২৪৬.৮৫ অঙ্ক। টাকা এ দিন ডলারে ২৭ পয়সা বাড়ায় এক ডলার দাঁড়িয়েছে ৬৭.৩৬ টাকা। গত প্রায় ১ মাসে যা সর্বোচ্চ।

নোট বাতিলের পরে ব্যাঙ্কের হাতে আসা বাড়তি তহবিলের একাংশ ১০০% নগদ জমার অনুপাত খাতে জমা দিতে বলেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ঋণনীতিতে সেই নির্দেশ তুলে নিয়েছে তারা। পাশাপাশি, ইসিবি বন্ড কেনা চালিয়ে যাবে বলেও আশা করেছিল বাজার। বিশেষজ্ঞদের মতে, এই দুই কারণেই চাঙ্গা হয় বাজার। এ ছাড়া, বিদেশি লগ্নি সংস্থাগুলি ৬৯৮ কোটি টাকার শেয়ার কিনেছে। রেপো রেট না-কমায় তারা খুশি বলে বাজার সূত্রে খবর। ডলারের দাম কমাও তাদের শেয়ার কেনায় ইন্ধন জুগিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE