Advertisement
০৩ মে ২০২৪

টানা তিন দিন উঠল বাজার

সপ্তাহের গোড়ায় বড় মাপের পতন দেখেছিল শেয়ার বাজার। মঙ্গলবারের ছুটি কাটিয়ে পরের তিন দিন দেখল টানা উত্থান। শুক্রবার সেনসেক্স উঠেছে ১৮৬.১৪ পয়েন্ট। দাঁড়িয়েছে ২৮,৫৯৯.০৩ অঙ্কে। তিন দিনে মোট উত্থান ২৪৩ পয়েন্ট।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৫
Share: Save:

সপ্তাহের গোড়ায় বড় মাপের পতন দেখেছিল শেয়ার বাজার। মঙ্গলবারের ছুটি কাটিয়ে পরের তিন দিন দেখল টানা উত্থান। শুক্রবার সেনসেক্স উঠেছে ১৮৬.১৪ পয়েন্ট। দাঁড়িয়েছে ২৮,৫৯৯.০৩ অঙ্কে। তিন দিনে মোট উত্থান ২৪৩ পয়েন্ট।

অক্টোবরের ঋণনীতিতে সুদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় রিজার্ভ ব্যাঙ্ক খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার কমার কথা মাথায় রাখবে বলে এ দিন আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। যে মন্তব্য আসলে সুদ কমানোর পক্ষে তাঁর সওয়াল মনে করছেন লগ্নিকারীরা। ফলে সুদ কমবে এই আশায় শেয়ার কিনতে আগ্রহী হন তাঁরা। ইন্ধন জোগায় মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদ বাড়ানো নিয়ে আশঙ্কায় ভাটা পড়াও। অগস্টে আমেরিকায় খুচরো বিক্রি নামায় সেই সম্ভাবনা কমেছে বলে ধারণা লগ্নিকারীদের।

বিশেষজ্ঞদের অনেকে বলছেন অনিশ্চয়তা পুরো কাটেনি। যদিও দেশে-বিদেশে নতুন করে কোনও সমস্যা দানা না-বাঁধলে নিট হিসেবে সূচকের গতি আপাতত উপরের দিকেই থাকবে।

এ দিকে, কেন্দ্র টাকার দাম কমাচ্ছে বলে গুজবের জেরে বৃহস্পতিবার পড়লেও এ দিন ডলারে টাকা ৫ পয়সা উঠেছে। এক ডলার হয় ৬৬.৯৭ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE