Advertisement
০৫ মে ২০২৪
Share Market

শীর্ষ ব্যাঙ্কের বার্তায় উত্থান

রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার জানায়, দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এই বার্তার উপরে নির্ভর করেই সাত দিন পরে ঘুরে দাঁড়িয়েছে বাজার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ০৩:১৫
Share: Save:

করোনাভাইরাসের জেরে বিশ্বের আর্থিক ক্ষেত্রে তৈরি হয়েছে অস্থিরতা। টালমাটাল বিভিন্ন দেশের শেয়ার বাজার। এর মোকাবিলায় পদক্ষেপের আশ্বাস দিয়েছে ভারতে রিজার্ভ ব্যাঙ্ক-সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যাঙ্কগুলি। জরুরি ভিত্তিতে সুদ ছাঁটাই করেছে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ।

রিজার্ভ ব্যাঙ্ক মঙ্গলবার জানায়, দেশ ও আন্তর্জাতিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এই বার্তার উপরে নির্ভর করেই সাত দিন পরে ঘুরে দাঁড়িয়েছে বাজার। সেনসেক্স ৪৭৯.৬৮ অঙ্ক বেড়ে ৩৮,৬২৩.৭০ পয়েন্ট ছুঁয়েছে। নিফ্‌টিও ১৭০.৫৫ অঙ্ক উঠে ১১,৩০৩.৩০ থেমেছে পয়েন্টে।

করোনাভাইরাসের বিরূপ প্রভাব এড়াতে পারেনি ভারতের আর্থিক ক্ষেত্র। যার জেরে সোমবার পর্যন্ত টানা সাত দিন পড়েছে শেয়ার সূচক। এ দিন রিজার্ভ ব্যাঙ্ক লগ্নিকারীদের আস্থা দিতে বিবৃতি জারি করে। আর ভারতের বাজার বন্ধের পরে শিল্পোন্নত জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলিও লগ্নিকারীদের আশ্বস্ত করতে একই ভাবে বিবৃতি জারি করে। তার পরেই সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমায় ফেডারেল রিজার্ভ। নতুন হার হয়েছে ১% থেকে ১.২৫%। বুধবার ভারতের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ে কি না, সে দিকে নজর থাকবে লগ্নিকারীদের। তবে আমেরিকার শীর্ষ ব্যাঙ্কের বার্তার পরে ইউরোপের শেয়ার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে।

তবে এ দিন বাজার বাড়লেও ডলারের নিরিখে ১৬ মাসের সর্বনিম্ন হয়েছে টাকার দর। ১ ডলারের দাম ৪৩ পয়সা বেড়ে হয়েছে ৭৩.১৯ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Share Market Reserve Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE