Advertisement
২০ এপ্রিল ২০২৪
Reliance

জিয়োর পর রিটেলে, রিলায়্যান্সে আরও ৭৫০০ কোটি বিনিয়োগ করছে সিলভার লেক  

অন্য দিকে প্রায় ১০ কোটি সস্তার স্মার্টফোন তৈরির প্রযুক্তি আমদানি করতে চলেছে রিলায়্যান্স।

রিলায়েন্সের খুচরো ব্যবসাতেও বিপুল বিনিয়োগ করছে সিলভার লেক।

রিলায়েন্সের খুচরো ব্যবসাতেও বিপুল বিনিয়োগ করছে সিলভার লেক।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২০ ১২:৩৮
Share: Save:

জিয়ো-তে বিনিয়োগ ছিলই। এ বার রিলায়্যান্স রিটেলে ৭৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে সিলভার লেক। বিনিময়ে রিলায়্যন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের ১.৭৫ শতাংশ শেয়ার পাবে মার্কিন সংস্থা। বুধবার একটি প্রেস বিবৃতিতে এই ঘোষণা করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রিল)। এই নিয়ে রিলায়্যান্স রিটেলে মোট বিনিয়োগ ৪.২১ লক্ষ কোটি টাকা হল বলে প্রেস বিবৃতিতে জানিয়েছে মুকেশ অম্বানীর সংস্থা।

রিলায়্যন্সের খুচরো ব্যবসা ক্রমেই বাড়ছে। তার মধ্যেই কয়েক মাস আগে দেশের ছোট-মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত করে সংস্থার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘জিওমার্ট’ চালু হয়েছে। তার পর থেকেই রিলায়্যান্সের খুচরো ব্যবসায় বিনিয়োগে আরও আগ্রহ বেড়েছে বিশ্বের শিল্পপতিদের। এর সঙ্গে ২৪ হাজার ৭১৩ কোটি টাকায় সম্প্রতি ফিউচার গ্রুপের ব্যবসা অধিগ্রহণ করেছে মুকেশ অম্বানীর সংস্থা। এ বার সিলভার লেকের এই ঘোষণা রিলায়্যন্সের খুচরো ব্যবসার বহর আরও বাড়বে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

জুন মাসেই রিলায়্যান্স জিয়োতে ৪৫৪৬.৮ কোটি টাকা বিনিয়োগ করেছে সিলভার লেক। তার আড়াই মাসের মধ্যে ফের বিনিয়োগের ঘোষণা। বিবৃতিতে সংস্থার চেয়ারম্যান মুকেশ অম্বানী বলেছেন, ‘‘কোটি কোটি ক্ষুদ্র ব্যবসায়ীকে যুক্ত করে ভারতীয় গ্রাহকদের উন্নতমানের পরিষেবা দেওয়ার লক্ষ্যে সিলভার লেকের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে এবং এগিয়ে নিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’’ রিলায়্যান্স কর্ণধার আরও বলেন, ‘‘আমরা বিশ্বাস করি খুচরো ব্যবসা ক্ষেত্রে যে পরিবর্তন হচ্ছে, প্রয়ুক্তিই সেটা করতে পারে। ভারতীয় খুচরো ব্যবসায় আমাদের লক্ষ্যে সিলভার লেক আমাদের অমূল্য অংশীদার হবে।’’

আরও পড়ুন: ভোডাফোন নিয়ে আশঙ্কা থাকছেই

আরও পড়ুন: স্বেচ্ছাসেবকের ‘অজানা অসুখ’, কোভিড প্রতিষেধকের ট্রায়াল সাময়িক স্থগিত ব্রিটিশ সংস্থার

অন্য দিকে প্রায় ১০ কোটি সস্তার স্মার্টফোন তৈরির প্রযুক্তি আমদানি করতে চলেছে রিলায়্যান্স। এ বছরের ডিসেম্বরে অথবা ২০২১ এর প্রথম দিকেই এই ৪জি এবং ৫জি নেটওয়ার্ক প্রযুক্তির ফোনগুলি ভারতের বাজারে আসার ঘোষণা করতে পারে মুকেশ অম্বানীর সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE