প্রযুক্তিগত উন্নয়নের জন্য আসন্ন বাজেটে কেন্দ্রের কাছে বিশেষ তহবিলচাইল ছোট-মাঝারি শিল্প। তাদের সংগঠনগুলির দাবি, সহজে ঋণের ব্যবস্থা ও বিদেশে তাদের তৈরি পণ্য বিক্রির সুযোগ বাড়ানোর। সম্প্রতি ছোট শিল্পের সঙ্গে প্রাক্-বাজেট বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী, রাজস্ব সচিব, ক্ষুদ্র শিল্প সচিব-সহ অর্থ মন্ত্রকের কর্তারা। সেখানে জিএসটি নিয়ে সংস্থাগুলির হয়রানি বন্ধের কথা বলেছে সংগঠনগুলি।
এই ক্ষেত্রের অন্যতম সংগঠন ফসমির সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, “উন্নত প্রযুক্তির জন্য কেন্দ্রের সহায়তা, সহজে ঋণের দাবি আমাদের দীর্ঘদিনের। এ ছাড়া, পরিবেশের জন্য ছোট শিল্পগুলিকে যে সব পদক্ষেপ করতে হচ্ছে, তা ব্যয়সাপেক্ষ। সেই ক্ষেত্রেও কেন্দ্রের হস্তক্ষেপ ও সহায়তা চেয়েছি।’’ এ ধরনের একাধিক আর্জি জানিয়ে শীঘ্রই ফসমি অর্থমন্ত্রীকে দাবিপত্র জমা দেবে বলেও জানান তিনি। খবর। উল্লেখ্য, প্রতি বছর বাজেটের আগে শিল্প মহলের দাবি শোনে কেন্দ্র। তারই অঙ্গ ছোট শিল্পের সঙ্গে বৈঠক। এখন দেখার, ফেব্রুয়ারির বাজেটে চাহিদার কতটা পূরণ হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)