Advertisement
২০ এপ্রিল ২০২৪
Interest

স্থায়ী আমানতে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক

সম্প্রতি রেপো রেট (আরবিআই যে সুদে ব্যাঙ্ককে ধার েদয়) ৪০ বেসিস পয়েন্ট কমিয়েছে আরবিআই।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২০ ০৪:১৫
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর এক সপ্তাহের মধ্যে আমজনতার উদ্বেগ আরও বাড়িয়ে আমানতে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক। এ নিয়ে এক মাসের মধ্যে দু’বার। ব্যাঙ্কটি জানিয়েছে, বিভিন্ন মেয়াদি আমানতে সুদ কমছে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত। বুধবার থেকেই নতুন হার চালু হচ্ছে। সংশ্লিষ্ট মহলের আক্ষেপ, একেই আয়ের নিশ্চয়তা নেই। তার উপরে ব্যাঙ্কে জমা টাকাও তেমন বাড়ার সুযোগ বন্ধ হচ্ছে। এর জেরে প্রবীণ নাগরিক-সহ যাঁরা সুদের উপরে নির্ভর করে সংসার চালান, তাঁদের দুশ্চিন্তা আরও বাড়ল।

সম্প্রতি রেপো রেট (আরবিআই যে সুদে ব্যাঙ্ককে ধার েদয়) ৪০ বেসিস পয়েন্ট কমিয়েছে আরবিআই। লক্ষ্য, কম সুদে তহবিল পেয়ে ব্যাঙ্ক যাতে ঋণেও সুদ কমায়। তবে আমানতে সুদ কমালেও, এ দফায় এখনও ঋণে সুদ ছাঁটার পথে হাঁটেনি স্টেট ব্যাঙ্ক।

এর পরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, সুদ কমানোর ক্ষেত্রে কি বাজারের বর্তমান অবস্থার সুযোগ নিতে চাইছে ব্যাঙ্কগুলি? এখন শেয়ার বাজার চূড়ান্ত অনিশ্চিত। দ্রুত পড়েছে মিউচুয়াল ফান্ডের ন্যাভ। সোনার দাম চড়া, ফলে সেই লগ্নিতে ঝুঁকি রয়েছে। এই অবস্থায় ব্যাঙ্ক জানে সুদ কমলেও ব্যাঙ্কেই বেশি টাকা রাখতে চাইবেন আমজনতার একাংশ। তাই সঞ্চয় বাড়ার সম্ভাবনা যতই কমুক, আমানতে ভাটা পড়ার সম্ভাবনা এই মুহূর্তে কম।

আরও পড়ুন: আঁধারে ছ’দিন, আলো ফেরাতে আরও লোক

তবে অনেক বিশেষজ্ঞের মতে আমানতে সুদ না কমিয়ে উপায়ও নেই। ইউনাইটেড ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি ভাস্কর সেনের কথায়, “সুদ কমায় অবসরপ্রাপ্তেরা সমস্যায় পড়বেন ঠিকই। কিন্তু ব্যাঙ্কে আমানতের সঙ্গে পাল্লা দিয়ে ঋণের চাহিদা বাড়ছে না। ফলে তহবিল সংগ্রহের খরচ ব্যাঙ্কগুলিকে কমাতেই হচ্ছে।’’ ভাস্করবাবুর দাবি, তা ছাড়া রেপো কমলে স্বল্প মেয়াদে ঋণ দিতে ব্যাঙ্কগুলির তহবিল পেতে সুবিধা হয়। কিন্ত দীর্ঘ মেয়াদে ঋণ দিতে, তা বইতে হবে আমানতের তহবিল থেকেই। তাই তার সুদও কমাতে বাধ্য তারা।

আরও পড়ুন: উধাও সিগন্যাল, ফোন নিয়ে নাজেহাল গ্রাহক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Interest Banking SBI RBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE