Advertisement
২০ এপ্রিল ২০২৪

ক্ষুদ্রশিল্পের ১০টি পার্ক গড়বে রাজ্য

রাজ্যের ২৩টি শিল্প পার্কে প্রায় তিন হাজার একর জমি ফাঁকা পড়ে রয়েছে। বার বার বিজ্ঞাপন দিয়েও সেখানে লগ্নি পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় ক্ষুদ্রশিল্পের জন্য ১০টি পার্ক গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সব মিলিয়ে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০২:১৩
Share: Save:

রাজ্যের ২৩টি শিল্প পার্কে প্রায় তিন হাজার একর জমি ফাঁকা পড়ে রয়েছে। বার বার বিজ্ঞাপন দিয়েও সেখানে লগ্নি পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় ক্ষুদ্রশিল্পের জন্য ১০টি পার্ক গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সব মিলিয়ে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। কর্মসংস্থান হবে ৬ লক্ষেরও বেশি।

হোসিয়ারি-সহ বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন বেসরকারি সংস্থা এই শিল্প পার্কগুলিতে লগ্নি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরের সচিব রাজীব সিংহ। তিনি জানান, পার্কগুলির জন্য জমি ও বেসরকারি লগ্নিকারীদের চিহ্নিত করা হয়েছে। কয়েকটি পার্কের পরিকাঠামো তৈরির কাজও শুরু হয়েছে। তাঁর কথায়, ‘‘৩৭ হাজার কোটি টাকার মধ্যে ৯ হাজার কোটি টাকা পরিকাঠামো তৈরিতে খরচ করা হবে।’’

তিনি জানান, বারাসত, সল্টলেক, রাজারহাট, অশোকনগর, উলুবেড়িয়া, জগদীশপুর, বড়জোড়া, মেটিয়াবুরুজ এবং আক্রায় শিল্প পার্কগুলি হবে। বেসরকারি সংস্থাগুলিই পরিকাঠামো তৈরির টাকা দেবে। তাঁর দাবি, বারাসত ও উলুবেড়িয়ায় একটি বেসরকারি সংস্থা পরিকাঠামো তৈরির কাজ শুরু করে দিয়েছে। সল্টলেক এবং জগদীশপুরে পরিকাঠামো তৈরির ক্ষেত্রে সরকার সাহায্য করছে। এ ছাড়া বাকি ছ’টি পার্কের জন্য সরকারের পক্ষ থেকে জমি দেওয়া হয়েছে। সেখানে যে-সব বেসরকারি সংস্থা পরিকাঠামো তৈরির জন্য লগ্নি করবে, তারা অন্যান্য সংস্থাকে কারখানা তৈরির জন্য জায়গা লিজ দিতে, বা বিক্রি করতে পারবে। পার্ক তৈরির কাজ তদারকির জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE