Advertisement
০৪ মে ২০২৪

স্বাস্থ্যে বেসরকারি লগ্নি চায় রাজ্য

গত পাঁচ বছরে বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজারের বেশি নতুন শয্যা তৈরি হয়েছে। তবু রয়েছে চাহিদা ও জোগানের ফারাক। যা দূর করার জন্য স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো গড়তে বেসরকারি লগ্নির জন্য শিল্পমহলের কাছে আর্জি জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০১৬ ০১:২৭
Share: Save:

গত পাঁচ বছরে বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজারের বেশি নতুন শয্যা তৈরি হয়েছে। তবু রয়েছে চাহিদা ও জোগানের ফারাক। যা দূর করার জন্য স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো গড়তে বেসরকারি লগ্নির জন্য শিল্পমহলের কাছে আর্জি জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা।

বণিকসভা সিআইআইয়ের এক সভায় সম্প্রতি মন্ত্রী স্বীকার করে নেন, রাজ্য সরকার স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো তৈরি করলেও বাস্তবে তা যথেষ্ট নয়। সেই কারণেই প্রয়োজন বেসরকারি লগ্নি।

স্বাস্থ্য পরিকাঠামো গড়তে রাজ্যের বেসরকারি লগ্নি টানার প্রচেষ্টাকে স্বাগত জানান সিআইআইয়ের পূর্বাঞ্চলের চেয়ারম্যান টি ভি নরেন্দ্রন-সহ অন্য সদস্যরাও। এ প্রসঙ্গে অ্যাপোলো হাসপাতাল গোষ্ঠীর পূর্বাঞ্চলীয় প্রধান রূপালি বসু জানান, আগামী ৩ থেকে ৫ বছরে এ রাজ্যে তাঁরা ৬০০ কোটি টাকার বেশি লগ্নি করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

health sector private investments
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE