Advertisement
E-Paper

আবার প্রায় ৮২ হাজারের কাছাকাছি সেনসেক্স, কত দিনে লাখ পেরোবে সূচক? পূর্বাভাস দিল মার্কিন সংস্থা

২৩ মে, শুক্রবার সপ্তাহের শেষ লেনদেনের দিনে ফের একবার প্রায় ৮২ হাজারের কাছাকাছি পৌঁছল সেনসেক্স। বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক অচিরেই লাখের রেখা স্পর্শ করে ফেলবে বলে জানিয়েছে মার্কিন ব্রোকারেজ ফার্ম মর্গ্যান স্ট্যানলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৭:২৬
Representative Picture

—প্রতীকী ছবি।

সপ্তাহের শেষ লেনদেনের দিনে ফের চাঙ্গা বাজার। ২৩ মে, শুক্রবার সপ্তাহের শেষ লেনদেনের দিনে ফের একবার প্রায় ৮২ হাজারের কাছাকাছি পৌঁছল সেনসেক্স। প্রায় ২৪৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে নিফটি-৫০। ভারতীয় শেয়ার বাজারের এ-হেন ঊর্ধ্বগতিতে বেজায় খুশি লগ্নিকারীরা। এই পরিস্থিতিতে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচককে নিয়ে বড় পূর্বাভাস দিল জনপ্রিয় মার্কিন ব্রোকারেজ ফার্ম মর্গ্যান স্ট্যানলি। তাদের দাবি, আগামী এক বছরের মধ্যেই এক লক্ষ পয়েন্ট স্পর্শ করবে সেনসেক্স।

সর্বশেষ সমীক্ষায় বিএসই সূচকের বেস কেস টার্গেট ৮৯ হাজার রেখেছে মর্গ্যান স্ট্যানলি। আগামী বছরের জুনে ওই লক্ষ্যে পৌঁছতে পারে সেনসেক্স। সে ক্ষেত্রে বর্তমান অবস্থা থেকে ওই বাজারে আট শতাংশ বৃদ্ধি দেখা .যাবে। তবে বুল কেস সিনারিওতে বিএসইর ৩০ শতাংশ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলে আগামী বছরের জুনে এক লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলবে সেনসেক্স।

মর্গ্যান স্ট্যানলির রিপোর্টে আরও বলা হয়েছে, বিএসইর সূচক ২৩.৫ গুণের পি/ই গুণিতকে ট্রেন্ড করবে। গত ২৫ বছরে এর গড় ছিল ২১ গুণ। মার্কিন ব্রোকারেজ় সংস্থাটির দাবি, ভারতের অভ্যন্তরীণ বৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে। পাশাপাশি, পেট্রোপণ্যের দামে তেমন কোনও উত্থান নেই। অন্য দিকে যুক্তরাষ্ট্রের বাজারে সে ভাবে মন্দা আসেনি। এগুলির প্রভাবে আগামী দিনে শেয়ার ষাঁড়ের দৌড় দেখবে ভারতীয় শেয়ার বাজার।

চলতি বছরে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সমঝোতা হয়ে গেলে মার্কিন প্রেসিডেন্টের অতিরিক্ত শুল্কের হার থেকে রেহাই পাবে নয়াদিল্লির পণ্য। এ ছাড়া আর্থিক বিশ্লেষকদের একাংশের ধারণা, বেশ কিছু সামগ্রীর ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর বা জিএসটিতে (গুড্স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স) বড় বদল আনবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এগুলির প্রভাব বাজারে দেখতে পাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। ফলে ২০২৫ থেকে ২০২৮ আর্থিক বছরের মধ্যে বার্ষিক আয় ১৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে দাবি করেছে মর্গ্যান স্ট্যানলি।

এ দিন ৭৬৯.০৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮১,৭২১.০৮ পয়েন্টে পৌঁছে দৌড় থামায় সেনসেক্স। সপ্তাহের শেষ লেনদেনের দিনে বিএসইতে ০.৯৫ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে। অন্য দিকে নিফটি-৫০ পৌঁছেছে ২৪,৮৫৩.১৫ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) এই সূচক বেড়েছে ২৪৩.৪৫ পয়েন্ট। শতাংশের নিরিখে যা ০.৯৯। নিফটি-৫০তে এটারনাল, এইচডিএফসি লাইফ, জিও ফিন্যান্সশিয়াল, পাওয়ার গ্রিড এবং আইটিসির শেয়ারে লগ্নিকারীরা সর্বাধিক লাভবান হয়েছেন।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Stock Market Today Sensex Nifty Bombay Stock Exchange National Stock Exchange
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy