Advertisement
০৭ মে ২০২৪

কর ফাঁকি রুখতে নজর ফেসবুকেও

কেন্দ্রের এই পরিকল্পনা নতুন নয়। এ জন্য গত বছরের জুলাইয়েই এলঅ্যান্ডটি ইনফোটেকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। প্রথমে লক্ষ্য ছিল গত মে মাসের মধ্যে বিষয়টি চালু করার।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০২:৫৩
Share: Save:

কর গোনার বেলায় আয় কম। অথচ ফেসবুকের ‘প্রোফাইল পিকচারে’ জ্বলজ্বল করছে সদ্য কেনা দামি গাড়ি! হোয়াটসঅ্যাপে হামেশাই গল্প এক শহর থেকে অন্য শহরের উড়ান ধরার। কর ফাঁকির এমন জারিজুরি আটকাতে শীঘ্রই প্রত্যেকের সব তথ্য (ডেটা) সামগ্রিক ভাবে বিশ্লেষণের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। এই ডিজিটাল-ডেটার তালিকায় আছে হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াও।

কেন্দ্রের এই পরিকল্পনা নতুন নয়। এ জন্য গত বছরের জুলাইয়েই এলঅ্যান্ডটি ইনফোটেকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা। প্রথমে লক্ষ্য ছিল গত মে মাসের মধ্যে বিষয়টি চালু করার। এখনও পর্যন্ত তা শুরু না-করতে পারলেও বিষয়টি নিয়ে আর দেরি করতে চায় না সরকার।

কেন্দ্রের দাবি, এর জন্য প্রত্যেকের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সারাক্ষণ নজরদারির প্রয়োজন পড়বে না। এখন কোনও ব্যক্তি সম্পর্কে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে তা এক জায়গায় এনে সেটিকে চটজলদি বিশ্লেষণের এত উন্নত প্রযুক্তি হাতের কাছে মজুত, যে তাতে বিশেষ সমস্যা না-হওয়ারই কথা। অর্থ মন্ত্রকের কর্তাদেরও মত, কেউ কর ফাঁকির জন্য আয় কম দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখনদারির পথে হাঁটলে, দু’য়ের মধ্যে সেই ফারাক ধরা আজকের ডিজিটাল দুনিয়ায় কঠিন নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE