Advertisement
E-Paper

ব্রিটেনে ১,০৫০ কর্মী ছাঁটাই করবে টাটা স্টিল

ব্রিটেনের বিভিন্ন কারখানা জুড়ে প্রায় ১,০৫০ কর্মী ছাঁটাই করবে টাটা স্টিল। বেশ কয়েক বছর ধরেই চিন থেকে সস্তায় ইস্পাত রফতানির কারণে ইউরোপে ক্রমাগত পণ্যটির দাম কমছে। যার জেরে মার খাচ্ছে টাটা স্টিলের ব্যবসা। এই অবস্থায় কর্মী সংখ্যা কমিয়ে খরচ বাঁচানোর পথে হাঁটতে চাইছে ভারতীয় সংস্থাটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৬ ১৯:১৩

ব্রিটেনের বিভিন্ন কারখানা জুড়ে প্রায় ১,০৫০ কর্মী ছাঁটাই করবে টাটা স্টিল। বেশ কয়েক বছর ধরেই চিন থেকে সস্তায় ইস্পাত রফতানির কারণে ইউরোপে ক্রমাগত পণ্যটির দাম কমছে। যার জেরে মার খাচ্ছে টাটা স্টিলের ব্যবসা। এই অবস্থায় কর্মী সংখ্যা কমিয়ে খরচ বাঁচানোর পথে হাঁটতে চাইছে ভারতীয় সংস্থাটি।

পোর্ট-টালবটের স্ট্রিপ প্রোডাক্সড ব্যবসায় ৭৫০ জন এবং হার্টলপুল, কোরবি-সহ বেশ কয়েকটি অঞ্চলে সংস্থার বিভিন্ন ইস্পাত কারখানায় বাকি কর্মী ছাঁটাই করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে টাটা স্টিল। বেআইনি ভাবে ইস্পাত আমদানি ঠেকাতে ইউরোপীয় কমিশনকে আরও পড়া ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন সংস্থার ইউরোপীয় ব্যবসার চিফ এগ্‌জিকিউটিভ অফিসার সার্ল কোহলার। তাঁর মতে, এখনই এই ধরনের কাজকর্ম বন্ধ না-হলে সামগ্রিক ভাবে ইউরোপের ইস্পাত শিল্পেই বিরূপ প্রভাব পড়বে।

প্রসঙ্গত, সারা পৃথিবীর মধ্যে ইস্পাত কারখানা তৈরির জন্য পরিবেশ কর এবং বিদ্যুৎ খরচ ব্রিটেন বেশি। যে কারণে সেখানে উৎপাদিত পণ্যের দামও তুলনায় বেশি। আর এই সুযোগেই চিনের কম দামি ইস্পাতের চাহিদা বাড়ছে ইংল্যান্ড-সহ ইউরোপের বিভিন্ন দেশে। যার জেরে মার খাচ্ছে সেখানকার সংস্থাগুলির ব্যবসা। এর আগেও ব্রিটেনে কারখানা চালু রাখা নিয়ে সমস্যায় পড়েছে টাটা স্টিল। সম্প্রতি কারখানা গুটিয়েছে প্রায় শতাব্দীপ্রাচীন রেডকার স্টিলওয়ার্কস। চাকরি গিয়েছে ২,২০০ জনের। এমনকী লর্ড স্বরাজ পলের ক্যাপারো ইন্ডাস্ট্রিজকে পাঠাতে হয়েছে ‘অ্যাডমিনিস্ট্রেশন’-এর হেফাজতে। এই অবস্থায় বিভিন্ন মহল থেকেই দাবি উঠেছে, আর দেরি না-করে ইস্পাত শিল্পকে বাঁচাতে পদক্ষেপ করুক সরকার। চিনের বিষয়ে কড়া হোক। স্থানীয় শিল্পকে অক্সিজেন জোগাতে প্রয়োজনে দেওয়া হোক করছাড়। নইলে আরও বহু চাকরি যাওয়ার আশঙ্কার প্রহর গুনছে ব্রিটেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy