Advertisement
১৯ মে ২০২৪

ইউরোপে টাটার রড ব্যবসা এখন গ্রেবুলের হাতে

গ্রেবুল ক্যাপিটালকে ইউরোপে ইস্পাতের রড, রেল ইত্যাদি তৈরির ব্যবসা (লং স্টিল প্রোডাক্টস) বিক্রি সম্পূর্ণ করল টাটা স্টিল। যার মধ্যে পড়ছে ইংল্যান্ডের স্কানথর্প, টিসাইড, ওয়র্কিংটন-সহ ব্রিটেন ও ফ্রান্সে সংস্থার কারখানাগুলি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০২:২৯
Share: Save:

গ্রেবুল ক্যাপিটালকে ইউরোপে ইস্পাতের রড, রেল ইত্যাদি তৈরির ব্যবসা (লং স্টিল প্রোডাক্টস) বিক্রি সম্পূর্ণ করল টাটা স্টিল। যার মধ্যে পড়ছে ইংল্যান্ডের স্কানথর্প, টিসাইড, ওয়র্কিংটন-সহ ব্রিটেন ও ফ্রান্সে সংস্থার কারখানাগুলি।

এই হাতবদলের ফলে এক দিকে যেমন স্বস্তির নিশ্বাস ছাড়ছেন ব্যবসায় জড়িয়ে থাকা ৪,৮০০ কর্মী, তেমনই এর হাত ধরেই আবার ফিরে আসছে ব্রিটিশ স্টিলের নাম। কারণ, বুধবার ভারতীয় ইস্পাত বহুজাতিকটির ব্রিটেন শাখার তরফে জানানো হয়েছে, এ বার থেকে এই সমস্ত কারখানা ‘ব্রিটিশ স্টিল’ নামেই তাদের ব্যবসা চালাবে। স্কানথর্পের কারখানায় এ দিন প্রকাশিত হয় তাদের নতুন লোগোও।

ইউরোপে টাটাদের রড ব্যবসা কিনতে গ্রেবুল ঢেলেছে ১ পাউন্ড (৯৮ টাকা)। ব্যবসা বাঁচিয়ে ছাঁটাই রোখার স্বার্থে চুক্তির অঙ্গ হিসেবে আগেই কারখানার কর্মীরা আপাতত ৩% বেতন ছাঁটাই ও কাজের শর্তে কিছু বদলও মেনে নিয়েছেন। গ্রেবুল জানিয়েছে পুনরুজ্জীবন প্রকল্পের হাত ধরে গত দু’মাসেই এই ব্যবসা কার্যকরী মুনাফার পথে ফিরে এসেছে। যার উল্লেখ করে এ দিন টাটা স্টিল ব্রিটেনের সিইও এবং ইউরোপে টাটাদের লং প্রডাক্টস ব্যবসার এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান বিমলেন্দ্র ঝা-ও বলেন, ‘‘আশা করছি উন্নতির গতি ধরে রাখা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TATA Steel Greybull capital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE