পরিচালনা নিয়ে চেয়ারম্যান নোয়েল টাটার সঙ্গে ঝামেলার মধ্যেই এ বার মেহলি মিস্ত্রিকে সারা জীবনের জন্য পর্ষদে নিয়োগের পথে হাঁটছে টাটা ট্রাস্টস। এ জন্য বৃহস্পতিবার সমস্ত ট্রাস্টির কাছে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ট্রাস্টসের সিইও। রতন টাটা ট্রাস্ট, দোরাবজি টাটা ট্রাস্ট, বাই হিরাবাই জামশেৎজি টাটা নভসারি চ্যারিটেব্ল ইনস্টিটিউশনে তাঁকে নিয়োগের কথা বলা হয়েছে। ২৮ অক্টোবর মেহলির ট্রাস্টির মেয়াদ শেষ হওয়ার কথা।
সূত্রের খবর, সপ্তাহের শুরুতে বেণু শ্রীনিবাসনের পুনর্নিয়োগে সায়ের সময়ে মেহলি-সহ পর্ষদে তাঁর পক্ষ নেওয়া চার সদস্য শর্ত দিয়েছিলেন, এর পর থেকে সমস্ত পুনর্নিয়োগে সকলের সায় লাগবে। তা না হলে তাঁরা নিজেদের অনুমোদন ফিরিয়ে নেবেন। তার পরেই এই বিজ্ঞপ্তি। টাটা ট্রাস্টস অবশ্য বেণু বা মিস্ত্রির নিয়োগ নিয়ে কোনও মন্তব্য করতেরাজি হয়নি।
সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির নিকটাত্মীয় এবং শাপুরজি পালোনজি গোষ্ঠীর সঙ্গে যুক্ত মেহলির পুনর্নিয়োগ নিয়ে জল্পনা বাড়ছিল গত কয়েক দিন ধরেই। বিশেষত, নোয়েল টাটার সঙ্গে তাঁর বিরোধ প্রকাশ্যে চলে আসার পরে আদৌ তাঁকে ফের নিয়োগ করতে পর্ষদের সমস্ত সদস্য সায় দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)