ভারতের উপরে ২৭ অগস্ট থেকে আমেরিকার চাপানো ৫০% শুল্ক পুরোপুরি কার্যকর হলে এ দেশের আর্থিক বৃদ্ধির হার ধাক্কা খেতে পারে বলে মনে করে মূল্যায়ন সংস্থা মুডি’জ়। তাদের আশঙ্কা সে ক্ষেত্রে চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬ শতাংশে। যা সংস্থার আগের পূর্বাভাসের (৬.৩%) তুলনায় ৩০ বেসিস পয়েন্ট কম। যদিও দেশের অভ্যন্তরের চাহিদা ও পরিষেবায় অগ্রগতি অর্থনীতিকে সামলাতে সাহায্য করবে বলেও জানাচ্ছে তারা।
তার উপরে সম্প্রতি ভারতের উপরে শুল্ক চাপানোর কথা ঘোষণা করতে গিয়ে এ দেশের অর্থনীতি ‘মৃত’ বলে দাবি করেছেন ট্রাম্প। যা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভ দেখা যাচ্ছে। ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়ার অবশ্য দাবি, কোনও অর্থনীতি মৃত হলে সেই দেশ ৭% হারে আর্থিক বৃদ্ধির মুখ দেখে না। তাঁর কটাক্ষ, ‘‘হয়তো মৃতদেহও নিজে থেকে এগোয়।’’ পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তিতে জোর দেওয়া, দেশে শ্রম ও জমি সংস্কারের কথাও বলেন তিনি।
মুডি’জ়ের বক্তব্য, এশিয়ার বিভিন্ন দেশ বিশ্বের জোগান শৃঙ্খল তথা লগ্নির দুনিয়ায় আরও বেশি করে জায়গা করতে আগ্রহী। সে ক্ষেত্রে ভারতের চেয়ে কম শুল্ক চাপার সুবিধা পাবে ওই সব দেশ। এতে ধাক্কা খেতে পারে উৎপাদনের হাব হিসেবে এ দেশকে গড়ে তোলা নিয়ে কেন্দ্রের পরিকল্পনা। গত ক’বছরে যে সব ক্ষেত্রে লগ্নি টানতে ভারত সক্ষম হয়েছে, সেই সব ক্ষেত্রেও পিছিয়ে পড়তে পারে দেশ। তবে মুডি’জ়ের মতে, ঋণ ও রাজকোষ ঘাটতিকে লক্ষ্যের মধ্যে বেঁধে রাখতে ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রের পদক্ষেপই ঠিক করে দেবে আর্থিক বৃদ্ধির উপরে শুল্কের প্রভাব রুখতে ভারত সক্ষম হবে কি না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)