Advertisement
E-Paper

প্রথমের পালক টিসিএসের মাথায়

টিসিএসই প্রথম নয়। এর আগে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ২০০৭ সালে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের দাম ১০,০০০ কোটি ডলার ছাড়িয়েছিল। কিন্তু এখন মুকেশ অম্বানীর সংস্থাটি রয়েছে দ্বিতীয় স্থানে, মোট দাম ১০ হাজার কোটি ডলারের অনেকটাই কম। তার পরে এই তালিকায় প্রথম পাঁচে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইটিসি এবং হিন্দুস্তান ইউনিলিভার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৬:৩৪

বাজারে নথিভুক্ত প্রথম ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা হিসেবে সোমবার শেয়ার দরের ভিত্তিতে টিসিএসের মোট দাম (মার্কেট ক্যাপিটালাইজেশন) ছুঁল ১০,০০০ কোটি ডলার (প্রায় ৬,৮০,৯১২.১০ কোটি টাকা)। তবে লেনদেন শেষে ফের তা নেমে এসেছে ৯,৮৮০ কোটি ডলারে।

টিসিএসই প্রথম নয়। এর আগে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ২০০৭ সালে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের দাম ১০,০০০ কোটি ডলার ছাড়িয়েছিল। কিন্তু এখন মুকেশ অম্বানীর সংস্থাটি রয়েছে দ্বিতীয় স্থানে, মোট দাম ১০ হাজার কোটি ডলারের অনেকটাই কম। তার পরে এই তালিকায় প্রথম পাঁচে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইটিসি এবং হিন্দুস্তান ইউনিলিভার।

ভারতে টিসিএস প্রথম তথ্যপ্রযুক্তি সংস্থা হিসেবে এই নজির গড়লেও, ওই শিল্পের বহুজাতিক দৈত্যদের পাশে তা এখনও নেহাতই বামন। মার্কিন মুলুকে অ্যাপল, অ্যালফাবেট (গুগ্‌লের মূল সংস্থা), মাইক্রোসফট, অ্যামাজন থেকে শুরু করে ফেসবুক— এই তালিকা বেশ লম্বা। আমেরিকায় শেয়ার মূলধনের নিরিখে শীর্ষে থাকা সংস্থা এগুলিই। প্রায় প্রত্যেকেই সারা দুনিয়ায় পরিচিত। তথ্যপ্রযুক্তির এক এক ক্ষেত্রের ছবি বদলে দেওয়ার জন্য।

পাকা সোনা (২৪ ক্যাঃ ১০গ্রাম) ৩১,৭৩০

গহনার সোনা (২২ক্যাঃ ১০গ্রাম) ৩০,১০৫

হলমার্ক সোনার গহনা (২২ক্যাঃ ১০গ্রাম) ৩০,৫৫৫

রুপোর বাট (প্রতি কেজি) ৪০,১৫০

খুচরো রুপো (প্রতি কেজি) ৪০,২৫০

(দর টাকায়, জিএসটি আলাদা)

১ ডলার ৬৫.৪০ ৬৭.০৮

১ পাউন্ড ৯১.৪০ ৯৪.৪২

১ ইউরো ৭৯.৯৫ ৮২.৬৮

সেনসেক্স: ৩৪৪৫০.৭৭ (৩৫.১৯)

বিএসই ১০০: ১০৯৯৪.০১ (১৪.৬৪)

নিফ্‌টি: ১০৫৮৪.৭০ (২০.৬৫)

TCS Reliance Industries
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy