চা উৎপাদনের ক্ষেত্রে খাদ্যসুরক্ষা বিধি মেনে চলার ব্যাপারে গুরুত্ব বাড়াতে চলেছে চা পর্ষদ। তাদের বক্তব্য, তা হলে দীর্ঘমেয়াদে চা শিল্প লাভবান হবে। এরই অঙ্গ হিসেবে সম্প্রতি চা গাছের সুরক্ষা সংক্রান্ত নতুন বিধি প্রকাশ করেছে পর্ষদ। জানিয়েছে, বাগানের সুরক্ষার পাশাপাশি, ছোট চাষিদের কল্যাণও এর সঙ্গে জড়িত। চা উৎপাদনকারীদের অবশ্য বক্তব্য, তাঁরা সব সময়েই বিধি মেনে চলেন।
বিধিতে বলা হয়েছে, পোকামাকড়ের হাত থেকে চা গাছকে রক্ষা করতে রাসায়নিকের ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে। তৈরি করতে হবে বিকল্প কৌশল। পর্ষদের নতুন বিধিকে স্বাগত জানিয়েছে চা শিল্প। টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল প্রবীর ভট্টাচার্য বলেন, ‘‘চা উৎপাদন অনেকাংশে জলবায়ুর উপর নির্ভরশীল। বাগানে কীটের উপদ্রব বড় সমস্যা। হালে দ্রুত জলবায়ুর পরিবর্তন হচ্ছে। পোকামাকড়ও বাড়ছে। এর মোকবিলা একটা বড় চ্যালেঞ্জ। এর জন্য কীটনাশকের তালিকা প্রকাশ করে কেন্দ্র। নতুন পোকামাকড়ের আক্রমণ রোখার জন্য তা পরিবর্তনও করা হয়। আমরা সেই তালিকা মেনে চলি।’’ ছোট বাগানগুলির সংগঠন সিস্টা-র বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘‘উন্নত মানের এবং নিরাপদ চায়ের জন্য বিশ্বে ভারতের খ্যাতি রয়েছে। শিল্পের স্বার্থে পর্ষদের বিধি মেনে চলি আমরা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)