Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বড়দিনের আগেই বকেয়া বোনাস

দীর্ঘ কয়েক দফা বৈঠকে জট না-কাটার পরে, গত মাসের ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয় ২০% হারে বোনাস পাবেন শ্রমিকেরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ০২:৪৬
Share: Save:

আগামী ২২ ডিসেম্বরের মধ্যে প্রাপ্য বোনাসের বকেয়া ৪০% পাবেন দার্জিলিঙের চা বাগান শ্রমিকেরা। আজ, শুক্রবার কলকাতায় শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে।

দীর্ঘ কয়েক দফা বৈঠকে জট না-কাটার পরে, গত মাসের ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয় ২০% হারে বোনাস পাবেন শ্রমিকেরা। আর্থিক সমস্যার যুক্তি দেখিয়ে শুরুতে যে দাবি খারিজ করেছিলেন মালিকেরা। তবে বলা হয়, বোনাস মিলবে কিস্তিতে। যার ৬০% মেটানো হয়েছে। এ বার বড়দিনের আগে বাকিটা দেওয়ার সিদ্ধান্ত হল।

সূত্রের খবর, এ দিনও আর্থিক সমস্যার যুক্তিতে মালিকপক্ষ ৪০% বকেয়া ৩১ মার্চের মধ্যে দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু শ্রমমন্ত্রী জানান, পুজোর আগে শ্রমিকেরা বোনাস পাননি।
বড়দিনের আগেও না-পেলে উৎসবের মরসুমই শেষ হয়ে যাবে। তাই ২২ ডিসেম্বরের মধ্যেই তা দিতে হবে।

দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল কৌশিক বসু পরে জানান, শ্রমমন্ত্রীর অনুরোধ মেনে বকেয়া মেটানো হবে। আর সিপিএম নেতা সমন পাঠকের দাবি, ‘‘চেয়েছিলাম একলপ্তে পুরো বোনাস দেওয়া হোক। সেটা না হলেও ২০% আদায় বড় সাফল্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bonus Tea gardens North Bengal Darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE