গত সেপ্টেম্বরে দেশে চায়ের উৎপাদন ৫.৯% মাথা নামাল। অসম ও দক্ষিণ ভারতে ফলনের হেরফের যৎসামান্য। কিন্তু বেশি ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের ফলন। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ওই মাসে সারা রাজ্যেই বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। উত্তরবঙ্গ তো বিপর্যয়ের মুখে পড়েছে। চা বাগানের জমি ঢালু হওয়ায় জল না দাঁড়ালেও রোদ পেয়েছে কম। সে কারণেই ফলন কমেছে। অক্টোবরেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হওয়ার কথা নয়।
চা পর্ষদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সারা দেশে চা পাতার উৎপাদন হয়েছে ১৫.৯৯ কোটি কেজি। যা ২০২৪ সালের সেপ্টেম্বরে ১৬.৯৯ কোটি কেজি ছিল। আলোচ্য সময়ে অসমে ফলন কমেনি। বরং সামান্য বেড়েছে। ৯.৪ কোটি কেজি থেকে হয়েছে ৯.৪৮ কোটি কেজি। কিন্তু পশ্চিমবঙ্গে তা ৪.৮৪ কোটি কেজি থেকে নেমেছে ৪ কোটি কেজিতে। অর্থাৎ, কমেছে প্রায় ৮৪ লক্ষ কেজি (১৭%)। ছোট বাগানগুলির সংগঠন সিস্টা-র সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘‘বৃষ্টি বেশি হওয়ায় গাছগুলি সূর্যের আলো কম পেয়েছে। বর্ষায় পোকামাকড়ের উপদ্রবও ছিল বেশি। কিন্তু কীটনাশক ব্যবহারের উপরে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। যে কারণে অনেক ক্ষেত্রেই সমস্যার মোকাবিলা করা যায়নি। ফলনে তার বিরূপ প্রভাব পড়েছে। আমার আশঙ্কা, অক্টোবরেও উৎপাদন কমতে পারে।’’
আলোচ্য সময়ে দক্ষিণ ভারতেও চায়ের উৎপাদন সামান্য কমে হয়েছে ২.১৩ কোটি কেজি। যা এক বছর আগে ২.৩ কোটি কেজি ছিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)