তলানিতেই রইল টাকা। বৃহস্পতিবার এক সময় ৯২ টাকা পেরিয়েছিল ডলার। শেষ হল ৯১.৯৯ টাকায়। ভারতীয় মুদ্রার এমন আশঙ্কাজনক পরিণতি নিয়ে এ দিন উদ্বেগ প্রকাশ করেছে আর্থিক সমীক্ষাও। সেখানে দাবি, এ দেশে অর্থনীতির মূল উপাদানগুলি যে ভাবে উন্নতি করছে, তার প্রতিফলন ঘটছে না টাকার দামে। সেই সঙ্গে বার্তা, ভারতীয় মুদ্রার শক্তি এতটা ক্ষয় হয়নি যে এ ভাবে নামবে।
বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির ভারতের বাজারে নাগাড়ে শেয়ার বিক্রি ডলারের নিরিখে টাকার দাম কমার অন্যতম কারণ। সমীক্ষায় বলা হয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। আর্থিক বৃদ্ধি মাথা তুলছে। ব্যাঙ্কগুলির স্বাস্থ্য ভাল। নগদের জোগান স্বস্তিদায়ক। তবু লগ্নিকারীরা কেন তহবিল ধরে রাখতে অনিচ্ছুক খতিয়ে দেখা প্রয়োজন।
তবে কেন্দ্রকে দুষে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনতের অভিযোগ, ‘‘আমেরিকার ডলার সিংহভাগ বড় দেশের মুদ্রার সাপেক্ষে দুর্বল হচ্ছে। অথচ অন্যান্য দেশের মুদ্রা লাভ করলেও অবিরাম পড়ে টাকা হয়েছে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)