দূষণ কমাতে এবং জ্বালানি আমদানির খরচ বাঁচাতে বৈদ্যুতিক গাড়ির বাজার বাড়াতে চাইছে কেন্দ্র। কিন্তু সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সেই উদ্দেশ্য সফল করতে গেলে চাহিদা বৃদ্ধির পাশাপাশি, ব্যাটারি চার্জ দেওয়ার কেন্দ্র-সহ সংশ্লিষ্ট পরিষেবাগুলিও বাড়াতে হবে। এই পরিস্থিতিতে আজ আমেরিকার বৈদ্যুতিক গাড়ি সংস্থা টেসলা জানাল, ভারতে তাদের ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় চার্জিং কেন্দ্র গড়ার পরিকল্পনা করেছে তারা।
আজ হরিয়ানার গুরুগ্রামে পরিষেবা কেন্দ্র খুলেছে ইলন মাস্কের সংস্থা। দেওয়া হবে গাড়ি কেনার পরের বিভিন্ন পরিষেবা। সংস্থাটি জানিয়েছে, ক্রেতাদের জন্য দ্রুত ব্যাটারি চার্জ দেওয়ার (সুপারচার্জিং) পরিকাঠামো এবং বাড়িতে চার্জিংয়ের ব্যবস্থা তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। টেসলার ভারতীয় শাখার জেনারেল ম্যানেজার শরদ আগরওয়াল বলেন, ‘‘সমস্ত বড় শহরে চার্জিং পরিকাঠামো গড়ার পরিকল্পনা রয়েছে। আমরা সব সময় ক্রেতাদের জীবনযাপনের সঙ্গে জড়িত বিভিন্ন জায়গায় তা তৈরি করি। যেখানে তাঁরা কাজ করেন, খেতে যান কিংবা বেড়াতে যান।’’ আগরওয়াল আরও জানান, এখন দিল্লি এবং মুম্বইয়ে মোট তিনটি সুপারচার্জিং ব্যবস্থা রয়েছে তাঁদের। গুরুগ্রামে কাজ শুরু করল আও একটি। এই চারটি কেন্দ্রে সুপারচার্জার মোট ১৬টি। পরের ধাপে বিভিন্ন শহরে ব্যবসা ছড়ানোর সঙ্গে সঙ্গে সেগুলিতেও চার্জিং-সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হবে। হোটেল-সহ ব্যবসায়িক কেন্দ্রের সঙ্গে জোট বাঁধার কথাও ভাবছে সংস্থা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)