জিএসটির হার কমায় দামে সুরাহা আর তার জেরে উৎসবের মরসুমে চাহিদায় গতি— এতে ভর করেই ফের মাথা তুলে দাঁড়াল দেশের গাড়ি বাজার। এ বছরের শুরুতে যার ঢিমে গতি চিন্তায় ফেলেছিল গোটা অর্থনীতিকে। বিক্রেতাদের সংগঠন ফাডার তথ্য বলছে, নজির গড়েছে ব্যক্তিগত চার চাকার বিক্রি। দু’চাকাও বিরাট ব্যবসা করেছে। সব মিলিয়ে নজিরবিহীন জায়গায় পৌঁছেছে সার্বিক বিক্রিবাটা।
ফাডার পরিসংখ্যানে দাবি, নবরাত্রি থেকে দীপাবলি পর্যন্ত ৪২ দিনে দেশে প্রায় ৭.৬৭ লক্ষ চার চাকার ব্যক্তিগত গাড়ি বিকিয়েছে। যা সর্বকালীন রেকর্ড। গত বছরের থেকে বিক্রি বেড়েছে ২৩.৪%। সংগঠনের সভাপতি সি এস বিজ্ঞেশ্বর জানান, জিএসটি কমাতেই এ বার উৎসবে গাড়ি বিক্রির জোয়ার দেখেছে ভারত। শুধু চার চাকা নয়, সব রকম গাড়িরই।
তাঁদের তথ্য বলছে, এই ৪২ দিনে দেশে দু’চাকা বিকিয়েছে প্রায় ৪০.৫২ লক্ষ। যা গত বছরের তুলনায় প্রায় ২২% বেশি। সব রকম গাড়ি মিলিয়ে বিক্রির সংখ্যা ২১% বেড়ে হয়েছে ৫২.৩৮ লক্ষ। বিজ্ঞেশ্বর বলেন, ‘‘জিএসটি কমানোর সিদ্ধান্ত যুগান্তকারী। এতে গাড়ি বিক্রি আগের সব রেকর্ডকে ছাপিয়েছে।’’ উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর থেকে গাড়ি-সহ নানা পণ্যে জিএসটি কমেছে। তার পরে সেপ্টেম্বরে এর প্রভাব না পড়লেও, অক্টোবরে প্রত্যাশা মিলিয়েই চাঙ্গা হল গাড়ি বাজার, দাবি সংশ্লিষ্ট মহলের।
গত মাসে চার চাকার বিক্রি গত বছরের অক্টোবরের থেকে বেড়েছে ১১ শতাংশের বেশি। আর সেপ্টেম্বরের তুলনায় বৃদ্ধি প্রায় ৮৬%। বিজ্ঞেশ্বেরের মতে, এই হিসাব ব্যতিক্রমী। গোটা বছরের বিক্রিকে টেনে তুলবে। বছরের বাকি সময়টাও ভাল যাবে বলেই মনে হচ্ছে। অক্টোবরে চার চাকার গাড়ি বিক্রি হয়েছে ৫.৫৭ লক্ষের বেশি। আর সামগ্রিক প্রায় ৪০.২৪ লক্ষ। যা গত বছরের তুলনায় ৪০ শতাংশের বেশি বৃদ্ধি। এটাও নজির। তবে মোট চার চাকার ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে বৈদ্যুতিকের অংশীদারি ৫% থেকে নেমেছে ৩ শতাংশের কাছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)