E-Paper

বরাদ্দ প্রায় ৩৮ হাজার কোটি! ইউরিয়া বাদে অন্যান্য সারে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

কৃষিপ্রধান দুই রাজ্যের নির্বাচনের আগে সারের ভর্তুকি বৃদ্ধির সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তাঁদের অনেকে। এ দিন প্রতি কেজি ফসফেট সারে ভর্তুকি ৪৭.৯৬ টাকা ধার্য করা হয়েছে।

—প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ০৭:১৪
Share
Save

চলতি রবি মরসুমে ইউরিয়া ছাড়া অন্যান্য সারের ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ক্ষেত্রে ৩৭,৯৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা বাজেট বরাদ্দের থেকে ৭৩৬ কোটি টাকা বেশি। আগের বছর ছিল ২৪,০০০ কোটি। গত ১ অক্টোবর থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভর্তুকির সুবিধা পাবেন কৃষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ জানান, কম দামে সার পাওয়ার পাশাপাশি আয়ও বাড়বে কৃষকদের।

বিশেষজ্ঞ মহলের বক্তব্য, এর ফলে বিভিন্ন উপাদানের খরচ বাড়লেও খোলা বাজারে সারের দাম বাড়বে না। মাস পড়লেই বিহারের বিধানসভা নির্বাচন। আর বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের ভোটের আবহ তৈরি হতে থাকবে। কৃষিপ্রধান দুই রাজ্যের নির্বাচনের আগে সারের ভর্তুকি বৃদ্ধির সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তাঁদের অনেকে। এ দিন প্রতি কেজি ফসফেট সারে ভর্তুকি ৪৭.৯৬ টাকা ধার্য করা হয়েছে। যা খারিফ মরসুমে ছিল ৪৩.৬০ টাকা। সালফারে তা ১.৭৭ টাকা থেকে বেড়ে হয়েছে ২.৮৭ টাকা। নাইট্রোজেন (৪৩.০২ টাকা) এবং পটাশের (২.৩৮ টাকা) ভর্তুকি অপরিবর্তিত রয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

agriculture Farmers Government of India

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy