বাণিজ্য সঙ্কটের প্রতিকূল প্রভাবের হাত থেকে অর্থনীতিকে বাঁচাতে মোদী সরকারের সংস্কার কর্মসূচিকে ঢাল হিসেবে তুলে ধরল অর্থ মন্ত্রক। শুক্রবার প্রকাশিত তাদের অর্থনীতির মাসিক রিপোর্ট বলছে, কর্পোরেট কর ও ব্যক্তিগত আয়কর কমানোর পরে জিএসটি ছাঁটাই ছিল তেপায়া কর সংস্কারের তৃতীয়টি। এর হাত ধরে পরের বছরের মধ্যে মূল্যবৃদ্ধির হার আরও মাথা নামাবে। যা ঠেলে তুলবে আর্থিক বৃদ্ধিকে। তবে সতর্কবার্তা, আমেরিকা নতুন এইচ-১বি ভিসার খরচ ১ লক্ষ ডলারই রাখলে (প্রায় ৮৯ লক্ষ টাকা) বড় সঙ্কট তৈরি হবে। যার প্রভাব বিশেষত বিদেশ থেকে কর্মীদের পরিবারে অর্থ পাঠানো বৃদ্ধির হার ও পরিষেবা বাণিজ্যের উদ্বৃত্তে পড়বে। ফলে তাতে নজরদারি জরুরি। রিপোর্ট জানাচ্ছে, অনিশ্চয়তা ও ঝুঁকি বহাল। ফলে এটা ঢাল নামিয়ে দেওয়ার সময় নয়। যার অন্যতম হল সংস্কার।
মন্ত্রকের দাবি, এখন এই সমস্যা সামাল দেওয়ার মতো মনে হলেও, সেটা রয়েইছে। রিপোর্টে সতর্কবার্তা জারি করা হয়েছে আমেরিকার বসানো ৫০% শুল্ক নিয়েও। দাবি, এই অনিশ্চয়তা রয়ে গেলে রফতানি মার খাবে। তাতে দেশে ঝুঁকির মুখে পড়বে কর্মসংস্থান, আয় এবং চাহিদা। কারণ, আমেরিকার বিকল্প হিসেবে নতুন বাজার খুঁজে বাণিজ্য শুরু করতে ও রফতানি বাড়াতে সময় লাগবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)