মে মাসে দেশের আটটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধির হার কমে হল ০.৭%। যা গত ন’মাসের সর্বনিম্ন। গত বছরের একই সময়ে তা ৬.৯% ছিল। আর গত এপ্রিলে ছিল ১%। অর্থাৎ, ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম দু’মাসে পরিকাঠামো ক্ষেত্র সরকার এবং সংশ্লিষ্ট মহলের উদ্বেগ বাড়াল। কারণ, এই দুই মাসের পরিকাঠামো উৎপাদন বৃদ্ধির গড় হার দাঁড়িয়েছে মাত্র ০.৮%।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সামগ্রিক শিল্পোৎপাদন সূচকে এই আট ক্ষেত্রের গুরুত্ব ৪০.২৭%। ফলে মে মাসের শিল্পোৎপাদনে এর বিরূপ প্রভাব পড়তে পারে। পরিকাঠামোর এই চাপের প্রধান কারণ চাহিদায় ভাটা এবং লগ্নি কমে যাওয়া। পশ্চিম এশিয়ার সমস্যা বাড়লে উদ্বেগ আরও বাড়বে। সরকারি পরিসংখ্যানে শুক্রবার জানানো হয়েছে, গত মাসে অশোধিত তেল (-১.৮%), প্রাকৃতিক গ্যাস (-৩.৮%), সার (-৫.৯%) এবং বিদ্যুতের (-৫.৮%) উৎপাদন সরাসরি কমেছে। এই ধাক্কাকে কিছুটা সামাল দিয়েছে শোধনাগারজাত পণ্য (১.১%), সিমেন্ট (৯.২%), ইস্পাত (৬.৭%) এবং কয়লা (২.৮%)। এই চারটি ক্ষেত্রের উপরে ভিত্তি করেই সামগ্রিক ভাবে পরিকাঠামো যৎসামান্য বৃদ্ধির মুখ দেখেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)