রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রত্যক্ষ বিদেশি লগ্নির (এফডিআই) ঊর্ধ্বসীমা ৪৯ শতাংশে নিয়ে যাওয়ার কোনও প্রস্তাব সরকারের কাছে নেই বলে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে জানালেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধরি। এখন সেই ঊর্ধ্বসীমা ২০%।
সম্প্রতি সূত্রের খবর ছিল, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সর্বোচ্চ ৪৯% শেয়ার বিদেশি লগ্নিকারীদের হাতে তুলে দিতে উদ্যোগী হয়েছে মোদী সরকার। এর জন্য রিজ়ার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা শুরু করেছে অর্থ মন্ত্রক। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে। তীব্র ক্ষোভ প্রকাশ করে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। ব্যাঙ্কিং মহলের একাংশ অভিযোগ তোলে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণেরই চেষ্টা এটা। এই পরিস্থিতিতে রাজ্যসভায় সরকারের আজকের ব্যাখ্যাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)