চারটি শ্রম বিধি এখনও কার্যকর হয়নি, এই যুক্তি দেখিয়ে মোদী সরকার ২০১৭-র পর থেকে কর্মী-শ্রমিকদের বেতন ঠিক করার ভিত বা ‘ফ্লোর ওয়েজ’ সংশোধন করেনি। এ নিয়ে আজ সংসদীয় স্থায়ী কমিটির কঠিন প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সূত্রের খবর, কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ বাসবরাজ বোম্মাই নিজেই এ নিয়ে মন্ত্রককে কড়া প্রশ্ন করেছেন।
ওই কমিটিতে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৭ সালের ১ অগস্টে শেষ বার ‘ফ্লোর ওয়েজ’ স্থির হয়েছিল। দৈনিক ১৭৮ টাকা। যার অর্থ, ২৬ দিন কাজ করলে মাসে মাত্র ৪৬২৮ টাকা মিলবে। এর উপর ভিত্তি করেই রাজ্যগুলি ন্যূনতম বেতন ঠিক করে। ঋতব্রতর প্রশ্ন ছিল, এত কম টাকায় কী ভাবে জীবনধারণ সম্ভব? শ্রম মন্ত্রকের কর্তারা যুক্তি দিয়েছিলেন, শ্রম বিধি কার্যকর করা যায়নি। শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ চারটি শ্রম বিধির একটিতেও বিধিনিয়ম তৈরি করেনি। তামিলনাড়ুর মতো বিরোধী শাসিত রাজ্য তিনটি বিধি মেনেছে। স্থায়ী কমিটির এক সদস্যের মন্তব্য, শ্রম বিধির জন্য মূল্যবৃদ্ধি থেমে থাকছে না। বোম্মাই বিজেপি নেতা হলেও শ্রম মন্ত্রককে ঋতব্রতের প্রশ্নের স্পষ্ট উত্তর দেওয়ার নির্দেশ দেন।
এ দিকে, আজ বাজেটের প্রস্তুতি পর্বে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে শ্রমিক নেতারা দাবি করেন, কর্পোরেট কর, সম্পদ কর বাড়িয়ে এবং উত্তরাধিকার কর চালু করে সেই আয় গরিবদের জন্য বরাদ্দ করা হোক। আরও কমানো হোক সাধারণ মানুষের খাদ্য সামগ্রী এবং ওষুধের উপর জিএসটি-র বোঝা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)