রাশিয়া থেকে তেল কেনায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর জরিমানা হিসেবে বাড়তি ২৫% শুল্ক বসিয়েছেন। তাতে এ দেশের মোট শুল্কের হার হয়েছে ৫০%। বন্ধ করেছেন নয়াদিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও। এই অবস্থায় সরকার ট্রাম্পের দাবি মেনে নেবে কি না, সময় বলবে। তবে স্টেট ব্যাঙ্কের রিপোর্টে দাবি, বর্তমানে দেশে আমদানি করা অশোধিত তেলের সিংহভাগই আসে রাশিয়া থেকে। পাঁচ বছরে তা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ২০২১-২২ সালে ৪০ লক্ষ টন কেনা হয়েছিল, গত অর্থবর্ষে হয়েছে ৮.৮ কোটি টন। ভারত ওই সময় মোট ২৪.৫ কোটি টন তেল আমদানি করেছে। এই অর্থবর্ষে রাশিয়ার আমদানি আরও বাড়তে পারে। কারণ এপ্রিল থেকে চার মাসেই কেনা হয়েছে ৪ কোটি টন।
রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষে দেশের মোট তেল আমদানির ৩৫.১% জুগিয়েছে রাশিয়া। যা সর্বোচ্চ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইরাক (১৯.১%) ও সৌদি আরব (১৪%)। আমেরিকা থেকে কেনা হয়েছে ৪.৬%,যা ২০১৯-২০ সালে ছিল ৪.৮%। তখন রাশিয়া থেকে তেল কেনা হত চাহিদার ১.৭%। ইউক্রেনে হামলার পরে মস্কোর উপরে পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞার পর থেকে কম দামে সেই তেল কিনতে শুরু করে ভারত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)