দেশের বহু তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার জোগান ধাক্কা খাওয়ায় বিদ্যুৎ ঘাটতির কবলে পড়েছে বিভিন্ন রাজ্য। সেই ঘাটতি পূরণে তাদের কয়লা আমদানি করতে বলেছে কেন্দ্র। বৃহস্পতিবার সেই নির্দেশকে ফের বিঁধল অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশন (এআইপিইএফ)। তাদের বক্তব্য, নিজেদের ব্যর্থতা ঢাকতে রাজ্যগুলিকে কয়লা আমদানি করতে চলছে কেন্দ্র। নিজেদের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে সেই ব্যবস্থা চালু করতেই পারে তারা। কিন্তু রাজ্যের ক্ষেত্রে এক্তিয়ার রাজ্যেরই।
এ বছর প্রখর দাবদাহে দেশের বহু প্রান্তেই চাহিদা-জোগানের ফারাকের জেরে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। সম্প্রতি রাজ্যগুলিকে দেশের কয়লার পাশাপাশি আমদানি করা কয়লা সংগ্রহের উপরেও জোর দিতে বলেছে কেন্দ্র। যে সব তাপ বিদ্যুৎ কেন্দ্র আমদানিকৃত কয়লার সাহায্যেই চলে, সেগুলিকে পূর্ণোদ্যমে উৎপাদন চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ বিজেপি শাসিত উত্তরপ্রদেশ কয়লা আমদানি নিয়ে কেন্দ্রের নির্দেশ না মানার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি রাজ্যের দাবি, কেন্দ্র ঠিক সময়ে কয়লার জোগানের দিকে খেয়াল না রাখার জন্যই এই পরিস্থিতি।
এআইপিইএফের মুখপাত্র ভি কে গুপ্ত বলেন, ‘‘রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে কেন্দ্র। ব্যর্থতা ঢাকতেই কয়লা আমদানিতে বাধ্য করছে।’’ তাঁদের দাবি, কয়লা, রেল, বিদ্যুৎ মন্ত্রকের সমন্বয়ের অভাবেই কয়লার সঙ্কট। বিদ্যুৎ আইনের ১১ নম্বর ধারা মোতাবেক, কেন্দ্রের নিজস্ব বা অংশীদারি রয়েছে এমন বিদ্যুৎ কেন্দ্রে তাদের এক্তিয়ার সীমাবদ্ধ। রাজ্যের উৎপাদন কেন্দ্রগুলির ক্ষেত্রে অধিকার রাজ্যেরই। কেন্দ্রেরই উচিত কয়লা আমদানি করে রাজ্যগুলিকে তা কোল ইন্ডিয়ার দরে দেওয়া।