সাইবার প্রতারণা এবং তাতে খোওয়া যাওয়া টাকার অঙ্ক প্রত্যেক বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্চয় কুমারের দেওয়া পরিসংখ্যানে সেটাই স্পষ্ট হয়েছে। সরকারের দেওয়া তথ্যে দেখা গিয়েছে, ২০২৪ সালে সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে ২২,৮৪৫.৭৩ কোটি টাকা খুইয়েছেন নাগরিকেরা। যা ২০২৩ সালের তুলনায় ২০৬% বেশি। সে বছর এই পরিমাণ ছিল ৭৪৬৫.১৮ কোটি।
সাইবার অপরাধের সংখ্যাও দুশ্চিন্তা বাড়িয়েছে সরকারের। ২০২১-এ এই ধরনের প্রতারণার অভিযোগ জানানোর জন্য ‘সিটিজ়েন ফিনান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিএফসিএফআরএমএস) তৈরি করে কেন্দ্র। সেখানে এবং ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের’ (এনসিআরপি) তথ্য অনুযায়ী, ২০২২ সালে এই ধরনের অভিযোগের সংখ্যা ছিল ১০,২৯,০২৬। পরের বছর তা বেড়ে হয় ১৫,৯৬,৪৯৩। আর ২০২৪ সালে এক লাফে ২২,৬৮,৩৪৬-এ পৌঁছেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)