এক দিন খানিকটা মাথা নামিয়েই ফের দামের নতুন শিখরে চড়ে বসল সোনা। বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম খুচরো সোনা (২৪ ক্যারাট) ৬০০ টাকা বেড়ে এই প্রথম হল ৮৬,৩০০ টাকা। জিএসটি নিয়ে ৮৮,৮৮৯। তাল মিলিয়ে নজির গড়েছে গয়নার সোনাও। কর ছাড়া ৮২,০০০ টাকা এবং নিয়ে ৮৪,৪৬০ টাকা ছুঁয়েছে। তবে ঠিক উল্টো দিকে হেঁটে শেয়ার বাজার নামছে টানা সাত দিন ধরে। এ দিন সেনসেক্স সামান্য (৩২.১১) পড়লেও, সাত দিনে মোট পতন ২৪৪৪.৮৪। জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির হার পাঁচ মাসে সবচেয়ে কম হওয়ায় বৃহস্পতিবার অবশ্য সূচক বেশির ভাগ সময় উঠেছে। দিনের সর্বোচ্চ অঙ্ক থেকে সর্বনিম্নের মধ্যে দ্রুত ওঠানামা করেছে ৭৫১ পয়েন্ট। শেষে থেমেছে বুধবারের থেকে নীচে।
স্বর্ণ শিল্পের একাংশের মতে, দামে বিপাকে পড়েছেন গয়নার সাধারণ ক্রেতারা। যদিও অঞ্জলি জুয়েলার্সের পার্টনার অনর্ঘ উত্তীয় চৌধুরীর বক্তব্য, চড়া দর গা-সওয়া হয়ে গিয়েছে অনেকেরই। বরং সুরক্ষিত এবং লাভজনক হিসেবে সোনায় লগ্নিতে আস্থা বেড়েছে একাংশের। শেয়ার বাজার নিয়ে হতাশ বিশেষজ্ঞ বিনয় কুমার আগরওয়ালের দাবি, পতন কবে থামবে বলা কঠিন। বিদেশি পণ্যে আমেরিকার আমদানি শুল্ক বসানো-সহ বিভিন্ন আন্তর্জাতিক কারণের পাশাপাশি দেশের কিছু বিষয়ও প্রতিকূলে। বহু সংস্থার অক্টোবর-ডিসেম্বরের আর্থিক ফল হতাশ করেছে। বিদেশি লগ্নি সংস্থাগুলির শেয়ার বিক্রি বহাল। যাদের লগ্নি বাজারকে বড় পতনের হাত থেকে রক্ষা করছিল, সেই দেশীয় আর্থিক সংস্থাগুলিও শেয়ার কেনা কমাচ্ছে। সব মিলিয়ে বাজার চূড়ান্ত অনিশ্চিত।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)