শুল্কের পরে এ বার আমেরিকায় বিদেশি কর্মীদের অভিবাসন নীতি ঘিরে উদ্বেগের জেরে আরও তলিয়ে গেল টাকার দাম। যার হাত ধরে মঙ্গলবার নজির গড়ে ৮৯ টাকার মুখে এসে দাঁড়াল ডলার। এক দিনে আমেরিকার মুদ্রাটির দাম বাড়ল ৪৫ পয়সা। দিনের মাঝে এক সময়ে পৌঁছে গিয়েছিল ৮৮.৮২ টাকায়। পরে তা কিছুটা নেমে শেষ পর্যন্ত থামে ৮৮.৭৩ টাকায়। এর আগে কখনও এতটা নীচে নামেনি ভারতীয় মুদ্রা।
এ দিকে শুল্ক নীতি ঘোষণার পরে টানা কমে চলেছে শেয়ার বাজারও। মঙ্গলবার ৫৭.৮৭ পয়েন্ট পড়ে সেনসেক্স নেমে এসেছে ৮২,১০২.১০ অঙ্কে। নিফ্টি ৩২.৮৫ পয়েন্ট কমে থেমেছে ২৫,১৬৯.৫০ অঙ্কে।
অর্থনীতিবিদ অজিতাভ চৌধুরীর বক্তব্য, হঠাৎ করে এইচ১বি ভিসার খরচ বেড়ে ১ লক্ষ ডলার (প্রায় ৮৮.৭৫ লক্ষ টাকা) হওয়ায় সবচেয়ে সমস্যায় পড়তে চলেছে ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প। ফলে তারা যদি ডোনাল্ড ট্রাম্পের দেশে কর্মী না পাঠায়, তা হলে ভারতে বিদেশি মুদ্রার আসা ধাক্কা খাবে। অন্য দিকে আমেরিকায় কমবে পরিষেবা রফতানি। তা ছাড়া, ভারতের পণ্যে আমেরিকার চাপানো শুল্কের প্রভাব ধীরে ধীরে বোঝা যাচ্ছে। সেটাও টাকার দামকে ধাক্কা দিয়েছে বলে জানাচ্ছেন তিনি।
পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিকের মত, বিশ্ব জুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতায় তুলনায় সুরক্ষিত ডলারের চাহিদা বাড়ছে। তাই বিভিন্ন দেশের মুদ্রার সাপেক্ষেই বাড়ছে তার দাম। এ দিকে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেশে টাকার দরকে আরও টেনে নামাচ্ছে। এই অবস্থায় আগামী দিনে ডলার ৯০ টাকার আশেপাশে ঘোরাফেরা করতে পারে বলেও মনে করছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)