E-Paper

শুল্ক যুদ্ধের আশঙ্কা টেনে নামাল শেয়ার বাজারকে

বিশেষজ্ঞদের মতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বসানোর হুমকি অনিশ্চয়তা বাড়াচ্ছে। এ দিনের পতনের কারণও সেটা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ০৮:১০
ফের কাঁপল শেয়ার বাজার।

ফের কাঁপল শেয়ার বাজার। —প্রতীকী চিত্র।

আমেরিকা-কলম্বিয়ার মধ্যে শুল্ক যুদ্ধের ইঙ্গিতে ফের কাঁপল শেয়ার বাজার। সোমবার ৮০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স। ৭৫ হাজারের ঘরে নেমে থামল ৭৫,৩৬৬.১৭ অঙ্কে। যা গত শুক্রবারের থেকে ৮২৪.২৯ কম। নিফ্‌টিও ২৬৩.০৫ পড়ে নেমেছে ২৩ হাজারের নীচে (২২,৮২৯.১৫)। দুই সূচকই এখন প্রায় সাত মাসের মধ্যে সর্বনিম্ন। বিএসই-র লগ্নিকারীদের শেয়ার সম্পদ কমেছে প্রায় ৯.২৮ লক্ষ কোটি টাকা।

বিশেষজ্ঞদের মতে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বসানোর হুমকি অনিশ্চয়তা বাড়াচ্ছে। এ দিনের পতনের কারণও সেটা। তাঁর অভিবাসন সংক্রান্ত নতুন নির্দেশ মেনে, নিয়ম না মেনে আমেরিকায় বাস করা একাধিক দেশের মানুষকে ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু কলম্বিয়া তাতে রাজি না হওয়ায় তাদের পণ্যে রবিবার ২৫% শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পাল্টা শুল্কে জবাব দেওয়ার বার্তা দেয় দক্ষিণ আমেরিকার দেশটিও। তার পরেই ফের শুল্ক যুদ্ধ শুরুর উদ্বেগ ছড়ায়। বিশেষজ্ঞেরা বলছেন, শেষ পর্যন্ত কলম্বিয়া রফায় পৌঁছনোয় জটিলতা কমেছে। তবে চিন্তায় রাখছে এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা। বিশেষত ইতিমধ্যেই যেহেতু ভারত-সহ বেশ কিছু দেশের পণ্যে আমদানি শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

বিশেষজ্ঞ আশিস নন্দীর অবশ্য দাবি, ডলারের সাপেক্ষে টাকার দামের পতন, আমেরিকায় বন্ডের চাঙ্গা বাজার, সে দেশে সুদের হার প্রত্যাশার তুলনায় অল্প কমার আশঙ্কা, দেশে সুদ ছাঁটাইয়ের ক্ষেত্রে অনিশ্চয়তাও পতনের জন্য দায়ী। ডলার ও আমেরিকার বন্ডে লগ্নির ঝোঁক বিশেষত ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির শেয়ার বাজার থেকে পুঁজি শুষে নিচ্ছে। এ দিন বিশ্ব জুড়ে শেয়ার বাজারের ঝিমুনিও সূচককে টেনে নামিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Donald Trump Stock Market

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy