E-Paper

ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতেও লাফ বাজারের

বাজার থেকে অবশ্য বিদেশি লগ্নিকারী সংস্থার পুঁজির প্রস্থানের ব্যতিক্রম এ দিনও হয়নি। তারা সরিয়ে নিয়েছে ২৮৯৫.০৪ কোটি টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ০৮:৩৫
লগ্নিকারীদের প্রায় ৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ ফিরেছে।

লগ্নিকারীদের প্রায় ৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ ফিরেছে। —প্রতীকী চিত্র।

ধারাবাহিক ভাবে পড়তে থাকা শেয়ার বাজার বুধবার হঠাৎই গা ঝাড়া দিয়ে উঠল। সেনসেক্স ৭৪০.৩০ পয়েন্ট বেড়ে পৌঁছল ৭৩,৭৩০.২৩ অঙ্কে। ১০ দিন পতনের পরে নিফ্‌টি ২৫৪.৬৫ উঠে হয়েছে ২২,৩৩৭.৩০। লগ্নিকারীদের প্রায় ৮ লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ ফিরেছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এত দিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-হুঁশিয়ারিতে বাজার পড়ছিল। অথচ তিনি যখন ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যে শুল্ক চাপানোর কথা ঘোষণাই করে দিলেন, তখন সূচক উল্টো পথে হাঁটল কী ভাবে?

বাজার বিশেষজ্ঞ আশিস নন্দী বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে ট্রাম্প ততটা কঠোর হবে না বলেই আশা। যা আরও বাড়িয়েছে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের আমেরিকা সফর। ধারণা, সেখানে শুল্কের ব্যাপারে দু’পক্ষ সমঝোতায় পৌঁছতে পারবে।’’ তবে সূচক উঠলেও বাজার ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন না বিশেষজ্ঞদের অন্য অংশ। অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরির বক্তব্য, ‘‘ট্রাম্প যদি ভারতের উপরে শুল্ক চাপানোর সিদ্ধান্তে অটল থাকেন, তা হলে তার বিরূপ প্রভাব দেশের রফতানি বাণিজ্যে পড়বে। বর্ধিত শুল্ক দীর্ঘ দিন চললে রফতানি ভিত্তিক সংস্থার শেয়ার পড়তে পারে।’’ তবে রফতানি সংস্থাগুলির সংগঠন ফিয়ো-র ডিরেক্টর জেনারেল অজয় সহায় বলছেন, ‘‘আশা করি আলোচনার মাধ্যমে জটিলতা কমবে। তা ছাড়া সেপ্টেম্বরে ট্রাম্পেরও ভারতে আসার কথা। তখন দু’দেশের বাণিজ্য চুক্তিও হতে পারে। যার মধ্যে শুল্কের বিষয়টি থাকবে।’’ তাঁর আরও বক্তব্য, আমেরিকার শুল্ক বৃদ্ধির হার ৫ শতাংশের মধ্যে হলে ভারতীয় সংস্থাগুলির তেমন অসুবিধা হবে না। ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি শিল্পের সংগঠন ইইপিসি-র পূর্বাঞ্চলের প্রাক্তন সভাপতি তথা নিফা এক্সপোর্টসের ডিরেক্টর রাকেশ শাহ মনে করেন, চিনের পণ্যের উপরে আমেরিকা যে হারে শুল্ক চাপিয়েছে, তাতে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য দামের সুবিধা পেতে পারে।

বাজার থেকে অবশ্য বিদেশি লগ্নিকারী সংস্থার পুঁজির প্রস্থানের ব্যতিক্রম এ দিনও হয়নি। তারা সরিয়ে নিয়েছে ২৮৯৫.০৪ কোটি টাকা। আবার দেশীয় লগ্নিকারী সংস্থাগুলি ৩৫০৫.৮২ কোটি ঢেলেছে। বাজার মহলের অনেকে জানিয়েছেন, পড়তি বাজারে কম দামে শেয়ার কেনার হিড়িকও উত্থানে জ্বালানি জুগিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Stock Market Donald Trump

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy